সোনার দাম বিয়ের মরশুমে আজ কোনদিকে, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

সোনার দাম ফের হু হু করে সস্তার দিকে। তবে এরপরও মানুষের মনে প্রশ্ন রয়ে যাচ্ছে যে ২০২১ সালে কি আরও নামবে সোনার দাম? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একাধিক বিশেষজ্ঞ নানান ধরনের মত দিচ্ছেন। বহু বিশেষজ্ঞই বলছেন, সোনায় বিনিয়োগ করলে এখন, চলতি বছরের দিওয়ালি পর্যন্ত তার লাভ পাওয়া যাবে। এই পরিস্থিতিতে আজ সোনার দাম কত দেখে নেওয়া যাক।

একই সঙ্গে দেখা যাক কলকাতায় আজ সোনার দাম কত? আপাতত সোনার দাম এখন কত? এছাড়াও সোনার দামের গতিপ্রকৃতি নিয়ে কয়েকটি বিষয় দেখে নেওয়া যাক।

সোনার দাম

সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গোল্ড ফিউচারে ১০ গ্রামে সোনার দাম রেকর্ডের থেকে কমে দাঁড়িয়েছে ৪৭,৫২৭ টাকা। গত বছর অগাস্ট মাসে সোনার দামের রেকর্ড ছিল তাক লাগানো । করোনার আবহে গত বছর সোনার দাম ছিল ৫৬,২০০ টাকা। সেখান থেকে এদিন বেশ কমতির দিকে সোনার দাম। ১০ গ্রামে এদিন ০.২৫ শতাংশ দাম সোনায় লাফ দিয়ে বাড়লেও, তা রেকর্ডের ধারে কাছে নেই!

রুপোর দাম

সোমবার রুপোর সেপ্টেম্বর ফিউচারে দাম ০.০৪ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজিতে সোনার দাম ৬৭,১৯৪ টাকা হয়েছে। রুপোর দাম আপাতত ২৬ জুলাই বিয়ের মরশুমে এখনও ৭০ হাজারের নিচে রয়েছে। এদিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমতির দিকে গিয়েছে। স্পট গোল্ড আজ প্রতি আউন্সে ১০.১ শতাংশ কমতিতে রয়েছএ। ফলে প্রতি আউন্সে দাম ১,৭৯৯.৮৯ মার্কিন ডলার হয়েছে।

সোনার দাম কলকাতায়

পাকা সোনা কলকাতায় ২৪ ক্যারেটে ৪৮,৫০০ টাকা হয়েছে ১০ গ্রামের হিসাবে। অন্যদিকে শহরে ১০ গ্রামে ৪৬০০০ টাকা হয়েছে ২২ ক্যারেটের গহনার সোনা। হলমার্কের ২২ ক্যারেটের সোনার দাম আজ ৪৬,৭০০ টাকা কলকাতায়।

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,২০০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে ৪৯,৩১০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৮৭০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,৮৭০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৯৫০ টাকা আজ , অন্যদিকে ২৪ ক্যারেটে সোনার দাম ৫১,২২০ টাকা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস )

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More GOLD News  

Read more about:
English summary
Ajker Sonar Rate Kolkata, West e Bengal Koto: Check 26 th July 2021 hallmark gold price in Kolkata and other cities of West Bengal from Bengali Oneindia.