বর্ষা বাড়বে অগস্ট সেপ্টেম্বরে
বর্ষার বৃষ্টি গোটা দেশেই বাড়বে অগস্ট-সেপ্টেম্বরে। এমনই জানিয়েছে আইএমডি। পশ্চিমবঙ্গের সমতল এলাকা, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের একাধিক জায়হায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এতে চাষের উপকার হবে বলে মনে করা হচ্ছে। বুধবার থেকেই নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৩১ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত বৃষ্টি কম হলেও ফের সেটা বাড়তে শুরু করবে ৩ অগস্ট থেকে।
বেশি বৃষ্টির পূর্বাভাস
অগস্ট মাসের সিংহভাগ জুড়েই বরষার বৃষ্টির দাপট বাড়বে। ইতিমধ্যেই মহারাষ্ট্র, গোয়া,গুজরাতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মহারাষ্ট্রে বিধ্বংসী বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ১৫০ জন মারা গিয়েছেন এই বিপর্যয়ে। সেনা নামাতে হয়েছে মহারাষ্ট্র সরকারকে। অন্যদিকে পাশের রাজ্য গোয়াতেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি গয়েছে। গুজরাতে আবার গত কয়েকদিনের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এবার গুজরাতও ভাসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সেপ্টেম্বরও চলবে বৃষ্টি
শুধু অগস্ট মাসে নয় সেপ্টেম্বর মাসেও চলবে ভারী বর্ষণ এমনই জানিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে ঝোড়ো হাওা বইবে হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে। গত কয়েকদিনে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে একাধিক বিপর্যটের ঘটনা প্রকাশ্যেএসেছে। সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
নিম্নচাপ তৈরি হচ্ছে
অগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্ে একের পর এক নিম্নচাপ তৈরি হবে। রাজস্থানের বিকানের, আজমেঢ় থেকে শুরু করে উত্তর পশ্চিম মধ্য প্রদেশ, গয়া, মালদাতেও নিম্নচাপ অক্ষরেখা যাবে। ত্রিপুরা পর্যন্ত সেটি বিস্তৃত থাকবে। এই নিম্নচাপকে কেন্দ্র করেই একের পর এক বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে।