সাতসকালে কম্পন নিজামের রাজ্যে, রিখটার স্কেলে হায়দরাবাদের কম্পনের মাত্রা ৪

সাতসকালে কেঁপে (earthquake) উঠল নিজামের রাজ্য হায়দরাবাদ (hyderabad)। এদিন সকালে রিখটার স্কেলে (richter scale) ৪ মাত্রার ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে হায়দরাবাদের ১৫৬ কিমি দক্ষিণে ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।

ভোর ৫.১০ নাগাদ হওয়া এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে কম্পন হতেই ঘুম চোখে সাধারণ মানুষ বেরিয়ে পড়েন ঘর থেকে।

এর আগে রবিবার রাতে ভূমিকম্প হয় সিকিমে। রাত ৮.৩৯ নাগাদ রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পটি হয় রাজধানী গ্যাংটকের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১১ কিমি গভীরে। এৎ জেরে মৃদু কম্পন অনুভূত হয় শিলিগুড়িতেও।

এর আগে গত বৃহস্পতিবার ভূমিকম্প হয়েছিল রাজস্থানের বিকানেরে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More EARTHQUAKE News  

Read more about:
English summary
Magnitude 4 earthquake hits Hyderabad, location 156 km south of Hyderabad
Story first published: Monday, July 26, 2021, 9:38 [IST]