সকালে হেরেছিলেন সুতীর্থা মুখোপাধ্যায়, দুপুরে হারলেন মনিকা বাত্রা। টোকিও অলিম্পিকের টেবিল টেনিসে ভারতের পদক জয়ের আশা ক্রমশ কমে আসছে। প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে মনিকাকে। অস্ট্রিয়ার সোফিয়া পালকানোভার বিরুদ্ধে স্ট্রেট গেমের হার হজম করতে হয়েছে ভারতীয় টেবিল টেনিস তারকাকে। সঙ্গে আরও চওড়া হয়েছে বিতর্কের মুখ।
গত দুটি ম্যাচের মতো সোমবারও মনিকার পাশে ভারতীয় কোচ সৌম্যদীপ রায়কে দেখা যায়নি। পরিবর্তে ভারতীয় তারকার ব্যক্তিগত কোচ সন্ময় পরাঞ্জপেকে স্টেডিয়ামে বসে থাকতে দেখা যায়। গত ম্যাচের মতো এদিনও মনিকাকে দূর থেকে হাত নাড়িয়ে পরামর্শ দিতে দেখা যায় সন্ময়কে। তবে তাতে এদিন শেষরক্ষা হল না ভারতীয় তারকার। তৃতীয় রাউন্ডে শোচনীয় হারের মুখ দেখতে হয় মনিকাকে।
প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য কায়েম করেন অস্ট্রিয়ার সোফিয়া পালকানোভা। তবু প্রথম গেমে খানিকটা লড়াই করার চেষ্টা করেন মনিকা। সে লড়াই ধোপে টেকেনি। ৮-১১ পয়েন্টে ওই গেম হেরে যান ভারতীয় তারকা। দ্বিতীয় গেমে মনিকাকে দাঁড়াতে দেননি পালকানোভা। যেখানে মাত্র ২ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন ভারতীয় তারকা। তৃতীয় গেম ১১-৫ পয়েন্টে জেতেন বিশ্বের ১৪ নম্বর টেনিস তারকা।
চতুর্থ সেটে মনিকার কামব্যাক আশা করেছিল দেশের ক্রীড়া মহল। কিন্তু সবাইকে হতাশই করেন বিশ্বের ৬২ নম্বর টেবিল টেনিস তারকা। ম্যাচের চতুর্থ তথা শেষ গেম ৭-১১ ফলাফলে হেরে যান অস্ট্রিয়ান তারকা। চপ, টপ স্পিনে মনিকা পিছনে ফেলে দেন বাঁহাতি। এই হারের পিছনে মনিকাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ককেই এগিয়ে রাখছে দেশের ক্রীড়া প্রেমীদের একটা অংশ।
মনিকা বাত্রার কোচ সন্ময় পরাঞ্জপেকে টোকিও অলিম্পিকের ফিল্ড-অফ-প্লে অ্যাকসেস দিতে রাজি হয়নি আয়োজকরাই। তাতে ক্ষুব্ধ হয়ে ভারতীয় টেবিল টেনিস তারকা জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের কাছে পরামর্শ নেবেন না বলে টিটিএফআই-কে জানিয়ে দিয়েছেন বলে ফেডারেশনের পরামর্শদাতা এমপি সিংয়ের তরফে জানানো হয়েছে। সেই বিতর্কের জেরেই মনিকা লক্ষ্যচ্যুত হয়েছেন বলে দাবি তুলছেন কেউ কেউ।
উল্লেখ্য সোমবার সকালে টোকিও অলিম্পিকে পুরুষদের টিটি সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছন ভারতের অচন্তা শরথ কমল। তবে হেরে যান সুতীর্থা মুখোপাধ্যায়। রবিবার পুরুষদের সিঙ্গলস ইভেন্ট থেকে বিদায় নিয়েছিলেন ভারতের জি সাথিয়ান। অর্থাৎ টোকিও অলিম্পিকের টেবিল টেনিসে ভারতের পদক জয়ের ন্যূনতম আশা হতে চলেছেন অভিজ্ঞ শরথ কমল।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!