চলতি টোকিও অলিম্পিকের রোয়িং লাইটওয়াট ডবল স্কালস ইভেন্টের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংয়ের জুটি। ইভেন্টের রেপেচেজস রাউন্ডে তাঁরা তৃতীয় স্থান দখল করেছেন। রবিবার ইভেন্ট শেষ করতে ভারতীয় জুটির সময় লেগেছে ৬:৫১.৩৬।
রেপেচেজসের যোগ্যতা অর্জন পর্বের মতো এই রাউন্ডেও বাউয়ারের ভূমিকা পালন করেন অর্জুন লাল জাট। স্ট্রোকারের ভূমিকা পালন করেন অরবিন্দ সিং। যাঁরা হিটে নিয়ে পঞ্চম স্থান দখল করেছিলেন। ১৫০০ মিটার মার্ক পর্যন্ত পিছিয়ে থাকার পর ৫০০ মিটারে গতি বাড়িয়ে পঞ্চম স্থান দখল করার পাশাপাশি রেপেচেজস রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ভারতের অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং। তাঁদের কাছ থেকে পদক আশা করছেন দেশের ক্রীড়া প্রেমীরা। তবে কাজটা যে কঠিন, তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা।
টোকিও অলিম্পিকের রোয়িং লাইটওয়াট ডবল স্কালস ইভেন্টে প্রতি পুরুষ প্রতিদ্বন্দ্বীর বয়স ৭২.৫ কেজির বেশি হলে চলবে না। দুই পার্টনারের গড় ওজন ৭০ কেজির বেশি হলে তাঁদের ইভেন্ট থেকে বাতিল করা হয়ে থাকে। অন্যদিকে একই ইভেন্টে মহিলাদের সর্বাধিক ওজন ৫৯ কেজি হওয়া আবশ্যক। সেই নিয়মের বেড়াজাল টপকে ভারতীয় জুটির এগিয়ে চলাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দেশের ক্রীড়া মহল।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!