প্রথম টি২০তে ভারতের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা, টিম ইন্ডিয়ায় দুই নতুন মুখ

ভারতের বিরুদ্ধে প্রথম দ্বিপাক্ষিক টি২০ সিরিজে টসে জিতলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন দাসুন। ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেন লঙ্কান অধিনায়ক। ওয়ান ডে-র নিরিখে ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকের ম্যাচেই ভারতের হয়ে প্রথমবার টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন পৃথ্বী শ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত দুই আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা স্পিনার বরুণ চক্রবর্তী প্রথমবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন। এই দুই তারকার কাছ থেকে সেরা পারফরম্যান্স চাইছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শিখর ধাওয়ান। একই সঙ্গে আজকের ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন গব্বর। টসে জিতলে তিনিও যে ব্যাটিং নিতেন, সে কথাও জানাতে ভোলেননি শিখর।

অন্যদিকে ঘরের মাটিতে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হেরে গেলেও শেষ ৫০ ওভারের ম্যাচ জিতে কিছুটা হলেও আত্মবিশ্বাস সঞ্চয় করেছে শ্রীলঙ্কা। তার রেশ নিয়ে আজকের ম্যাচ জিততে যে তাঁরা বদ্ধপরিকর, তা জানাতে ভোলেননি দাসুন শানাকা। প্রেমদাসা স্টেডিয়াম শ্রীলঙ্কার টি২০ ম্যাচ জয়ের রেকর্ডের দিকে তাকিয়ে দলে নতুন ক্রিকেটার আমদানি করা হয়েছে। দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ।

Hello & Good Evening from Colombo! 👋

Sri Lanka have won the toss & elected to bowl against #TeamIndia in the T20I series opener. #SLvIND

Follow the match 👉 https://t.co/GGk4rj2ror

Here's India's Playing XI 👇 pic.twitter.com/hUy5WRptfp

— BCCI (@BCCI) July 25, 2021

ভারতের প্রথম একাদশ : শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সঞ্জুূ স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী।

শ্রীলঙ্কার প্রথম একাদশ : আবিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), আসেন বান্দারা, ওয়াইন্দুূ হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, ইসুরু উদানা, অকিলা ধনঞ্জয়, দুশমন্ত চামিরা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More INDIA VS SRILANKA News  

Read more about:
English summary
Sri Lanka wins toss and decides to field first in first T20 against India