সূর্যকুমার যাদব ও শিখর ধাওয়ানের চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০তে লড়াকু স্কোর খাড়া করল ভারতীয় ক্রিকেট দল। কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের মন্থর পিচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে টিম ইন্ডিয়া। দুর্দান্ত অর্ধশতরান করেন সূর্যকুমার যাদব।
ভারতের বিরুদ্ধে প্রথম দ্বিপাক্ষিক টি২০ সিরিজে টসে জেতেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দাসুন। মন্থর ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেন লঙ্কান অধিনায়ক। এদিন ভারতের টি২০ দলে দুই নতুন মুখকে অন্তর্ভূক্ত করা হয়। তরুণ পৃথ্বী শ এবং বরুণ চক্রবর্তী প্রখম একাদশে রাখা হয়।
গত দুই আইপিএলে দুর্দান্ত ছন্দে ব্যাটিং করা পৃথ্বী এদিন নাস্তানাবুদ হয়ে যান। ইনিংসের প্রথম বলেই শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুশ্মন্ত চামেরার শিকার হন ভারতীয় ওপেনার। তবে দ্বিতীয় ওপেনার তথা ভারত অধিনায়ক নিজের শিখর ধাওয়ান এদিনও নিজের নামের প্রতি সুবিচার করেন। ৩৬ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গব্বর। চারটি চার ও একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। তিন নম্বরে নেমে ২০ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। যা দুটি চার ও একটি ছক্কা দিয়ে সাজানো।
ভারতীয় দলের জার্সিতে চার নম্বরে নেমে এদিনও নিজের সেরাটা উজাড় করে দিলেন সম্প্রতি দলের ভরসার স্থল হয়ে ওঠা সূর্যকুমার যাদব। ৩৪ বলে ৫০ রানের দাপুটে ইনিংস খেলেন সূর্য। পাঁচটি চার ও দুটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। ১২ বলে ১০ রান করে আউট হন হার্দিক পান্ডিয়া। ১৪ বলে ২০ রান করা ইশান কিষাণের ব্যাট থেকে একটি চার ও একটি ছক্কা আসে। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন দুশ্মন্ত চামেরা ও ওয়ানেন্দু হাসারাঙ্গা। ম্যাচ জিততে শ্রীলঙ্কাকে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করতে হবে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!