টোকিও অলিম্পিকে সেইলিংয়ে লড়ছেন বিষ্ণু ও নেত্রা, রেসের বিস্তারিত জানুন

টোকিও অলিম্পিকে আজ ভারতীয়দের নজর ছিল সেইলিংয়ে। মহিলাদের লেজার র‍্যাডিয়ালে নেত্রা কুমানন ও পুরুষদের লেজার ইভেন্টে বিষ্ণু সর্বাননের দিকে।

এনোশিমা ইয়ট হারবারে খারাপ আবহাওয়ার জন্য বিষ্ণুদের একটি রেস আজ বাতিল হয়। প্রথম রেসের শেষে বিষ্ণু রয়েছেন ১৪ নম্বর স্থানে। মহিলাদের লেজার র‍্যাডিয়ালে দুটি রেসের শেষে নেত্রা কুমানন রয়েছেন ২ নম্বরে। প্রথম রেসে তিনি ছিলেন ৩৩ নম্বর স্থানে, দ্বিতীয় রেসে অবস্থার কিছুটা উন্নতি ঘটিয়ে তিনি থাকেন ১৬ নম্বরে। তবে সামগ্রিকভাবে ৪৯ পয়েন্ট সংগ্রহ করে তিনি রয়েছেন ২৭ নম্বরে।

দুটি ইভেন্টে ১০টি করে রেস হবে। তারপর হবে মেডেল রেস। এই দুই ক্ষেত্রেই মেডেল রেস হওয়ার কথা ১ অগাস্ট। কে কোন স্থানে থাকছেন সেই ভিত্তিতেই দেওয়া হয়ে থাকে পয়েন্ট। যেমন প্রথমে যিনি থাকেন তিনি পান ১, দ্বিতীয় ২, এভাবেই চলতে থাকে। ফাইনাল রেসকে বলা হয় মেডেল রেস। সেখানে পয়েন্ট দ্বিগুণ হয়ে যায়। যার মোট পয়েন্ট সবচেয়ে কম হয় তিনিই বিজয়ী ঘোষিত হন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Indian Sailors Nethra Kumanan At 27th nd Vishnu Sarvanan At 14th After Day 1 In Tokyo Olympics. The Medal Races Of Both The Women's Laser Radial And Men's Laser Will Be Held On August 1 After 10 Races Each.