পেগাসাস কাণ্ডে অভিষেকের পক্ষ নিয়ে কেন্দ্রকে বিঁধল কংগ্রেস, সমর্থনে ‘খেলা হবে’ টুইট ডেরেকের

পেগাসাস নিয়ে কেন্দ্রকে চাপে রাখতে একবিন্দুও সময় নষ্ট করতে চাইছে না বিরোধীরা। আর তারমধ্যেই ২০২৪-র সেতু বন্ধনের কাজ সেরে রাখতে চাইছে কংগ্রেস। নিজেদের টুইটার হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সেই বার্তাই দিতে চাইছে কংগ্রেস, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। আর এই রাস্তাতে হেঁটেই মমতার দিল্লি সফরের আগে বিরোধী ঐক্যের বার্তা দিল কংগ্রেস, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

অভিষেকের সমর্থনে টুইট কংগ্রেসের

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ফোনে আড়ি পাতা প্রসঙ্গে কয়েকদিন ধরেই সুর চড়িয়েছে কংগ্রেস। এবার সেই অভিযোগেই অভিষেকের সমর্থনে টুইট করেছে কংগ্রেস। অভিষেকের ছবি টুইট করে কংগ্রেস লিখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তাই ২০২১ সালে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে অভিষেকে টার্গেট করা হবে।

খেলা হবে রিটুইট, ডেরেকের

সেই টুইটিকে সঙ্গে সঙ্গেই রিটুইট করে তৃণমূলের তরফে ডেরেক ও ব্রায়েন লেখেন, ‘খেলা হবে'। আর এখানেই নতুন ঐক্যের বার্তা খুঁছে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এদিকে দিল্লি সফরে গিয়ে কংগ্রেস সভানেত্রীর সঙ্গে মমতাপ সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে দেখা করতে পারেন বিজেপি বিরোধী নেতৃত্বের সঙ্গেও।

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই অলআউট আক্রমণে মমতা

আর এই আবহেই বিপির বিরুদ্ধে আক্রমণ শানাতে নতুন উদ্যোমে মাঠে নেমেছে হাত শিবির। প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক ছাড়াও পেগাসাস নিশানায় নাম উঠেছে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরেরও। অন্যদিকে টার্গেটে ছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নামও। এদিকে পেগাসাস ইস্যুতে ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই কেন্দ্রেকে আলউট আক্রমণে নেমেছেন মমতা বন্দোপাধ্যায়।

পিকের বৈঠকের পরেই জল্পনা

এমতাবস্থায় কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে অভিষেকের সমর্থনে টুইট ঘাসফুল শিবিরকে নতুন করে অক্সিজেন জোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এদিকে সম্প্রতি দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে প্রিয়াঙ্গা গান্ধীর উপস্থিতিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক হয় রাহুলের। সেদিন রাতেই পিকের সঙ্গে দিল্লিতে যান অভিষেক। তাই ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল ও কংগ্রেস যে জোট বাঁধতে স্বভাবতই ইচ্ছুক, তা বলাই বাহুল্য।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More DELHI News  

Read more about:
English summary
message of the alliance is clear tweet of the congress in favor of abhishek in the pegasus case