|
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে টুইট কংগ্রেসের
মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে যাচ্ছেন একদিন পরেই। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ফোনে আড়ি পাতার তীব্র নিন্দা করল কংগ্রেস। কংগ্রেস এই টুইটে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে। কংগ্রেসের এহেন পদক্ষেপ ২০২৪-এর লোকসভার ভোটের প্রাক্কালে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অমিত শাহের ক্রোনোলজি মন্তব্যে কংগ্রেসের তোপ
পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে বাংলার ভোটের সময় যেভাবে আড়িপাতা হয়েছিল, তা নিয়ে নিন্দা জানিয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। অমিত শাহের ক্রোনোলজি মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে বিঁধতেও ছাড়েনি রাহুল গান্ধীরা। টুইটারে লেখা হয়েছে, শত্রুপক্ষকে সবসময় কাছে রাখতে হয়, এই প্রবাদকেই মেনে চলছেন নরেন্দ্র মোদী।
বিজেপি সরকার সীমাহীন নিরাপত্তাহীনতায় ভুগছে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা- আপ ক্রোনোলজি সামঝিয়ে। ২০২১ সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাতা হয়েছিল। যা বুঝিয়ে দিচ্ছে বিজেপি সরকার সীমাহীন নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের এই টুইট বিশেষ তাৎপর্যপূর্ণ।
কংগ্রেস-তৃণমূলকে মিলিয়ে দিয়েছে আগামীর লক্ষ্য
কংগ্র্সের সেই টুইট আবার শেয়ার করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে জোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। মমতার ভার্চুয়াল সমাবেশে কংগ্রেসের উপস্থিতির পর তৃণমূল নেতার ছবি দিয়ে কংগ্রেসের টুইটার হ্যান্ডলে পোস্ট দুই দলকে মিলিয়ে দিয়েছে আগামীর লক্ষ্য।
দুই দল কাছাকাছি আসতে শুরু করেছে ২৪-এর আগে
পেগাসাস ইস্যুতে সরকারকে আক্রমণ করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাহুল গান্ধীরও নাম নিয়েছে তৃণমূল। এবার কংগ্রেস অভিষেকের ছবি দিয়ে টুইটার হ্যান্ডেলে পোস্ট করল। পেগাসাস টার্গেট করতে গিয়ে দুই দল এক হয়ে কথা বলছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই দুই দল কাছাকাছি আসতে শুরু করেছে।