টোকিও অলিম্পিকের তৃতীয় দিনেও হতাশ করলেন ভারতের শুটাররা। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে পারলেন না মানু ভাকের ও যশস্বিনী সিং দেসওয়াল। বিশ্বের ১ নম্বর যশস্বিনী শেষ করলেন ১৩তম স্থানে, যোগ্যতা অর্জন পর্বে মানু শেষ করলেন দ্বাদশ স্থানে থেকে। যোগ্যতা অর্জন পর্বে বন্দুক নিয়ে কিছুটা সমস্যাতেও পড়তে দেখা যায় মানুকে।
চিনের জিয়াং রানসিন যোগ্যতা অর্জন পর্বে শীর্ষস্থান দখল করলেন ৫৮৭ স্কোর করে। ফরাসি শুটার সিলাইন গোবারভিল ছিলেন অষ্টম স্থানে, তাঁর স্কোর ৫৭৭। মানু ভাকের ৫৭৫-এর বেশি এগোতে পারেননি। যশস্বিনী শেষ করেন ৫৭৪-এ। মানু ভাকের প্রথম থেকে ষষ্ঠ সিরিজ অবধি স্কোর করেন যথাক্রমে ৯৮, ৯৫, ৯৪, ৯৫, ৯৮ ও ৯৫। যশস্বিনীর ক্ষেত্রে সেটি ছিল ৯৪, ৯৮, ৯৪, ৯৭, ৯৬ ও ৯৫।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!