বাজারে চলে এল yamaha-এর সবথেকে সস্তার স্কুটার! ডিস ব্রেক থেকে শুরু করে রয়েছে একাধিক উন্নত প্রযুক্তি

করোনা পরিস্থিতির মধ্যে মানুষ যতটা সম্ভব গণপরিবহণ এড়িয়ে চলছে। দুচাকা কিংবা ব্যক্তিগত গাড়িতেই অফিস কিংবা গন্তব্যে পৌঁছাচ্ছেন। এই অবস্থায় বড়সড় সুখবর সাধারণ মানুষের জন্যে। সবথেক সস্তা স্কুটার নিয়ে আসল yamaha।

বিশ্বের অন্যতম বাইক প্রস্তুতকারী সংস্থা yamaha- তাঁদের অন্যতম জনপ্রিয় মডেল Fascino 125 FI হাইব্রিড মডেল লঞ্চ করেছে। তবে এই স্কুটার yamaha খুব সীমিত সময়ের জন্যে নিয়ে এসেছে। Yamaha Fascino 125 FI হাইব্রিড বেশ কয়েকটি হাইব্রিড মডেল নিয়ে এসেছে।

উঁচুতে উঠতে SMG সিস্টেম রয়েছে!

একেবারে নতুন Yamaha Fascino 125 Hybrid-অতিরিক্ত ফ্যাসিলিটি দেওয়া হয়েছে এই স্কুটারে। স্মার্ট মোটর জেনারেটর অর্থাৎ SMG সিস্টেম দেওয়া হয়েছে। এই সিস্টেম যে কোনও বড় গাড়িতে দেওয়া থাকে। এবার সেই সিস্টেম Yamaha Fascino 125 Hybrid-য়েও পাওয়া যাবে। এই সিস্টেম দুজনে বসেও আরাম করে পাহাড়ের রাস্তায় এই স্কুটার নিয়ে যাওয়া যাবে। এছাড়াও এই বাইকে অতিরিক্ত আরও বেশ কয়েকটি ফিচার দেওয়া হয়েছে এই বাইকে। যা স্কুটার চালানোর মজাকে আরও বাড়িয়ে তুলবে।

ইঞ্জিন এবং পাওয়ার!

Fascino 125 Fi Hybrid-এই স্কুটারে BS-6 এয়ার কুল্ড, ফুয়েল ইনজিকটেড, ১২২ সিসি কোর ইঞ্জিন দেওয়া হয়েছে এই স্কুটারে। শুধু তাই নয়, গতির সঙ্গে পাল্লা দিতে আরও এক গুচ্ছ সুবিধা রয়েছে Fascino 125 Fi Hybrid-এ।

এক নজরে স্কুটারে গুরুত্বপূর্ণ ফিচার্সগুলি

বাইক আরোহীর বাইক চালানোর মজাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে একাধিক ফিচার্স। Yamaha Fascino 125 Hybrid-এ রয়েছে ডিস্ক ব্রেক। এছাড়াও ব্লুটুথ এনাবেল এই স্কুটার। এছাড়াও DRLs এবং LED টেল ল্যাম্প এবং ডিজিটাল বেশ কিছু ফিচার্স দেওয়া রয়েছে এই স্কুটারে। এছাড়াও স্কুটারের রয়েছে বেশ কিছু সুইচ। যা বাইক আরোহীকে আরও স্মার্ট করে তুলবে।

একগুচ্ছ রঙের অপশন দেওয়া রয়েছে!

বাইক আরোহীকে একগুচ্ছ রঙের অপশন দেওয়া হয়েছে। আর তা নিয়ে কথা বলতে গেলেই প্রথমেই Disc Brake Version Vivid Red Specialএর কথা বলতে হবে। দারুন একটা রঙ। এছাড়াও রয়েছে মেট ফিনিসের কালো রং, ডার্ক ব্লু সহ একাধিক রংয়ে এই স্কুটার পাওয়া যাবে। এছাড়াও ড্রাম ব্রেকেও একাধিক রংয়ে এই স্কুটার পাওয়া জয়াবে। ভারতবর্ষের যে কোনও শোরুমে এই স্কূটার পাওয়া যাবে।

আর দাম!!

Yamaha Fascino 125 FI ডিস্ক ব্রেকের দাম মাত্র 76,530 টাকা। ড্রাম ব্রেকের ক্ষেত্রে কিছুটা হলেও দাম কম। প্রায় ৭০ হাজার টাকাতে এই স্কুটার পাওয়া যাবে। ফেসিনোর পুরানো মডেলের তুলনাতে Yamaha Fascino 125 FI প্রায় ২০ হাজার টাকা সস্তা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More HERO News  

Read more about:
English summary
Yamaha launches new scooter which is low cost than the old model