ভাসছে গোয়া
মহারাষ্ট্রের মতোই নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত গোয়া। ফুঁসে উঠেছে একাধিক নদী। একাধিক এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। আগামী তিনদিন ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে বলে জানিয়েছে আইএমডি। বন্যায় কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গোয়ার। একদিকে ফুঁসছে সমুদ্র আরেক দিকে ফুঁসছে নদী। দুয়ের মিলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে।
পরিদর্শনে মুখ্যমন্ত্রী
গোয়ার বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রমোদ মহাজন। তিনি বলেেছন এই প্রথম গোটা রাজ্যে এমন ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও বড় বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। তবে
দক্ষিণ গোয়ার ধারবান্দোরায় এক মহিলা ভেসে গিয়েছে বলে খবর। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষিজমির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন গোয়া সরকারকে।
ফুঁসছে একাধিক নদী
গোয়ার একাধিক নদী ফুঁসছে। মাণ্ডবী, চোপোরা, দুশাগড়, খান্ডেরপার, ভালান্তি সহ একাধিক নদীর জয় বেড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক গ্রাম বন্যায় ভেসে গিয়েছে। ৫টি তালুকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত্তারি, বিচোলিম, উত্তর গোয়ার ধারবান্দোরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়।
প্রচুর সম্পত্তির ক্ষতি
বিধ্বংসী বন্যায় প্রচুর সম্পত্তির ক্ষতি হয়েছে। ২১িট গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ভালপোইয়ের বিধায়ক জানিয়েছেন, গ্রামবাসীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন একাধিক জায়গায়। একাধিক জায়গায় নদীর উপরের ব্রিজ ভেেঙ পড়েছে। পাইকুল, পালাভাডে, ঘোট্টেলি সহ একাধিক জায়গায় ব্রিজ ভেঙে পড়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা দল। ৩০ থেকে ৪০টি গরুকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।