টোকিও অলিম্পিকে আজ হতাশাজনক পারফরম্যান্স ভারতীয় শুটারদের। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে অপূর্বী চান্ডেলা ও এলাভেনিল ভালারিভান ফাইনালেই উঠতে পারেননি। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের ভরসা ছিলেন অভিষেক ভার্মা ও সৌরভ চৌধুরী। অভিষেক ফাইনালে উঠতে না পারলেও সৌরভ বেশ দাপুটে পারফরম্যান্সই দেখাচ্ছিলেন। তবে শেষরক্ষা হয়নি।
আসাকা শুটিং রেঞ্জে কোয়ালিফাইং রাউন্ডে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দেন সৌরভ চৌধুরী। যদিও ফাইনালে উঠে সেই ফর্মের ধারেকাছেই ছিলেন না। প্রথম পাঁচটি শটের পর ৪৭.৭-এ দাঁড়িয়ে থেকে ছিলেন অষ্টম স্থানে। ১২তম শটের পর এশিয়ান গেমস ও ইউথ অলিম্পিকে সোনা জেতা সৌরভ উঠে আসেন ষষ্ঠ স্থানে। তখন তাঁর স্কোর ছিল ১১৭.২। কিন্তু এরপর এলিমিনেশন রাউন্ডে ছিটকে যান সৌরভ। ১৩৭.৪ স্কোর নিয়ে সপ্তম স্থানে থেকে তাঁকে এই ইভেন্ট থেকে বিদায় নিতে হয়।
টিনএজার সৌরভ কোয়ালিফিকেশন রাউন্ডে ৬০ শটে ৫৮৬ স্কোর করে ছিলেন শীর্ষস্থানে। অন্যদিকে, অভিষেক ভার্মার শুরুটা ভালো না হলেও কামব্যাক করে চার শট আগে অবধি পঞ্চম স্থানে ছিলেন। কিন্তু শেষ অবধি ৫৭৫ স্কোর নিয়ে তিনি ১৭ নম্বরে শেষ করায় ফাইনালে উঠতে পারেননি। ফাইনাল কোয়ালিফাইং স্কোর দাঁড়ায় ৫৭৮। ফলে বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় ভালো পারফর্ম করা সৌরভ কোয়ালিফাইং রাউন্ডে শীর্ষে থাকায় তাঁকে ঘিরে পদকের প্রত্যাশা তৈরি হয়েছিল। ইরানের জাভেদ ফরুঘি অলিম্পিকের আগে দুটি বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়ে টোকিওয় এসেছিলেন। তিনিই এই বিভাগে অলিম্পিক চ্যাম্পিয়ন হলেন। ২৪ শটের ফাইনালে ২৪৪.৮ স্কোর করে। সার্বিয়া রুপো ও চিন ব্রোঞ্জ জিতেছে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!