ভোর ৫ টা ৩০ মিনিটে শুরু হবে ১০ এম এয়ার পিস্তল প্রতিযোগিতা। ভারতের তরফ থেকে যোগ দিচ্ছেন মানু ভাকর ও ইয়াশ্বিনি দেশওয়াল। সকাল সাড়ে ৬ টায় হবে আর্টিস্টিক জিমনাস্টিক প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন প্রনতি নায়েক।
রোয়িং-এ মেনস ডবলসে অংশ নিচ্ছেন অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং, সেই খেলা হবে সকাল ৬ টা ৪০ মিনিট থেকে। ভারতের তরফে পিভি সিন্ধু ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সকাল ৭টা ১০ মিনিটে সেই খেলা হবে।
১০ এম এয়ার পিস্তল প্রতিযোগিতায় মহিলাদের ফাইনাল রাউন্ডের খেলা হবে ৭টা ৪৫ মিনিটে। সাড়ে ৭ টা থেকে টেনিসের উমেন'স ডবলস বিভাগের খেলা হবে, সেখানে অংশ নিচ্ছে সানিয়া মির্জা ও অঙ্কিতা রানা।
সকাল সাড়ে ৯টায় থাকছে পুরুষদের ১০ এম রাইফেল প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন দীপক কুমার, দিব্যাংশ সিং পানওয়ার। টেবিল টেনিসের মেনস সিঙ্গল বিভাগের প্রতিযোগিতায় অংশ নেবেন সাথিয়াঁ জ্ঞানসেকরন। সকাল সাড়ে ১০ টায় অংশ শুরু হবে সেই খেলা।
পুরুষদের লেজার রেস প্রতিযোগিতা শুরু হবে ১১ টা ৫ মিনিটে। আগামিকাল রয়েছে মহিলাদের টেবিল টেনিস সিঙ্গলস, যাতে অংশ নেবেন মনিকা বাত্রা।দুপুর দেড়টায় বক্সিং প্রতিযোগিতায় অংশ নেবেন মেরি কম। দুপুর ৩ টেয় ভারত বনাম অস্ট্রেলিয়ার হকি খেলা হবে।
৩ টে ৩২ মিনিটে থাকছে মহিলাদের ১০০ মিটারে সাঁতার প্রতিযোগিতা, অংশ নেবেন মানা পটেল। পুরুষদের ১০০ মিটার সাঁতার প্রতিযোগিতায় থাকবেন শ্রীহরি নটরাজ।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!