কাশ্মীর সীমান্তে মাইন বিস্ফোরণ। মৃত্যু হল এক জওয়ানের। নিয়ন্ত্রণ রেখায় মাইন বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণা গাতি সেক্টরে মাইন বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক জওয়ানের।সূত্রের খবর পেট্রোলিং চালানোর সময় দুর্ঘটনা বশত মাইনে পা দিয়ে দিয়েছিলেন সেই জওয়ান। হিমাচল প্রদেশের হামিপুুরের বাসিন্দা সেই জওয়ানের নাম কৃষ্ণা বৈদ্য।
প্রসঙ্গত উল্লেখ্য নিয়ন্ত্রণ রেখা বরাবর পিআইএ স্ট্যাম্প দেওয়া একটি এরোপ্লেন বেলুনও উদ্ধার হয়েছে। এই নিয়ে সপ্তমবার এরোপ্লেন বেলুন উদ্ধার হল পাক সীমান্ত থেকে। চলতি বছরেই মার্চ মাসে পাঞ্জাব এবং রাজস্থান থেকেও এরকম পাক বায়ুসেনার স্ট্যাম্প দেওয়া এরোপ্লেন বেলুন উদ্ধার হয়েছিল। গত ৩০ মার্চ পুঞ্চের মেন্ধর সেক্টরে পিআইএ স্ট্যাম্প দেওয়া একটি এরোপ্লেন বেলুন উদ্ধার হয়েছিল।
মার্চ মাসের ৯ তারিখে একই রকমের পিআইএ স্ট্যাম্প দেওয়া বেলুন উদ্ধার হয়েছিল। গত ১৬ মার্চ ভালওয়াল এলাকায় একই ধরনের পিআইএ স্ট্যাম্প দেওয়া এরোপ্লেন বেলুন উদ্ধার হয়েছিল। জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের পর থেকে আকাশে সন্দেহজনক বস্তুর গতিবিধি নিয়ে বিশেষ ভাবে সতর্ক সেনাবাহিনী। জম্মুেত ড্রোনের উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল কাশ্মীরে ৫ কেজি আইইডি উদ্ধার করেছে বায়ুসেনা। ২ লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে বায়ুসেনা।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!