LIVE

Tokyo Olympics LIVE: অলিম্পিক শুরুর দিনে কিছুটা হতাশাজনক শুরু ভারতের

শুরু হয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট অলিম্পিক বা অলিম্পিক্স। এবারের অলিম্পিকের আসর বসেছে জাপানের টোকিও শহরে। ভারত থেকে কারা এবছর পদক পান, বা ভারত কোন কোন খেলায় পদক আনতে পারে সেদিকে সকলেই তাকিয়ে রয়েছেন। এছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন খেলার চ্যাম্পিয়নদের খেলার দিকেও সকলের নজর রয়েছে। একলপ্তে অলিম্পিকের সমস্ত খবর দেখে নিন এই পেজে।

Newest First Oldest First
1:32 PM, 23 Jul
যার ফলে বলা যেতে পারে ভারতের পুরুষ আর্চারদের ব়্যাঙ্কিং রাউন্ডের শুরুটা বিশেষ ভালো হল না।
1:31 PM, 23 Jul
ব়্যাঙ্কিং রাউন্ডে ৩১ তম স্থানে শেষ করেছেন প্রবীণ যাদব, অতনু দাস ৩৫ তম স্থানে ও তরুণদীপ রাই ৩৭ তম স্থানে শেষ করেছেন।
1:29 PM, 23 Jul
মিক্সড টিম এন্ট্রি লিস্টে ভারত শেষ করল নবম স্থানে। দীপিকা কুমারী মহিলাদের ব্যক্তিগত ব়্যাঙ্কিং রাউন্ডে নবম স্থানে শেষ করেছেন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Tokyo Olympics LIVE Updates in Bengali, Day 1: Deepika finishes 9th, Atanu Das finishes 35th in Archery Ranking Round