দুর্যোগের বর্ষণ মহারাষ্ট্র জুড়ে! বৃষ্টির তোড়ে ভূমিধসে মৃত ৩৫, বহু জনের চাপা পড়ার আশঙ্কা

গোটা মহারাষ্ট্র জুড়ে প্রবল বর্ষণ শুরু হয়েছে। দুর্যোগের বর্ষণে মুম্বই জুড়ে শুক্রবার সকাল থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের একাধিক জায়গায় বৃষ্টির জেরে নেমেছে ধস। এপর্যন্ত বৃষ্টির জেরে ভূমি ধসে মৃত্যু হয়েছে সেখানের ৩৫ জনের ।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More MAHARASHTRA News  

Read more about:
English summary
Landslide in Maharashtra due to Rain kills 36. Met Department says more rain to come.