গোবরে সারে করোনা। বিজেপি নেতার ফেসবুক পোস্টে মন্তব্য করেছিলেন সাংবাদিক। তার জেরে জাতীয় সুরক্ষা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে জেলে ভরা হয়েছিল। সেই সাংবাদিককে অবিলম্বে মুক্তির নির্দেশ দিল। বিকেল ৫টার মধ্যে তাঁকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
গোবরে করোনা মুক্তি ফেসবুক পোস্টে লিখেছিলেন এক বিজেপি নেতা। সেই পোস্টের নীচে কমেন্ট করেছিলেন সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেমুচা। তাতে জাতীয় সুরক্ষা আইনে গ্রেফতার করা হয়েছিল। হাইকোর্টে এই নিয়ে আবেদন করেন সাংবাদিক। মনিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কোবিন সিং আজ বিকেল ৫টার মধ্যে সাংবাদিককে মুক্তির নির্দেশ দিয়েছে।
বেআইনি এবং অন্যায় ভাবে সাংবাদিককে গ্রেফতারের কারণে যে ক্ষতিপূরণ দিতে হবে তানিয়ে ২৪ অগস্ট হাইকোর্টে শুনানি হবে বলে জানা গিয়েছে। এর আগেও মনিপুরের এক সাংবাদিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। এই আইনের অন্যায় ব্যবহার শীর্ষ আদালত মেনে নেবেনা বলে জানিয়েছে হাইকোর্ট। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে একাধিক গ্রেফতারি নিয়ে কেন্দ্রতে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। বাতিল হয়ে যাওয়া আইনে মামলা করা এবং গ্রেফতারি বরদাস্ত করা হবে না বলে কেন্দ্রকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!