আকাশ ভাঙা বৃষ্টিতে ভাসছে গোটা মহারাষ্ট্র, নতুন করে লাল সতর্কতা জারি ৬ জেলায়

প্রকৃতির রুদ্ররোষে মরাঠা ভূমি। আকাশ ভাঙা বৃষ্টিতে ভাসছে গোটা মহারাষ্ট্র। ইতিমধ্যেই গত ২৪ ঘন্টায় রেকর্ড মাত্রায় বৃষ্টিপাত হয়েছে মহারাষ্ট্রের হিল স্টেশন মহাবালেশ্বরে। অন্যদিকে জেলায় জেলায় প্রবল দুর্যোগের জেরে ভূমিধ্বসে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৭০-র গণ্ডি পার করেছে। এদিকে মহারাষ্ট্রের ছয় জেলার জন্য নতুন করে অশনিসংকেত শোনাচ্ছে ভারতের হাওয়া অফিস। আর তাতেই আরও বাড়ছে আতঙ্ক।

শুক্রবার আবহওয়া দফতরের তরফে মহারাষ্ট্রের ছয় জেলার জন্য নতুন করে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যেই প্রবল বর্ষণের জেরে ভাসছে এই ছয় জেলাও। কিন্তু আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেই হাওয়া অফিসের তরফে সতর্ক করা হয়েছে। তালিকায় রয়েছে উপকূলবর্তী রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ জেলা। এছড়াও পশ্চিম মহারাষ্ট্রের পুনে, সাতারা ও কোলাপুরের জন্যও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

পাশাপাশি সমস্ত পাহাড়ি এলাকাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।এদিকে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি রয়েছে মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক জেলায়। রাজ্যের প্রায় সমস্ত প্রধান নদীগুলির জলই বিপদ সীমার উপর দিয়ে বইছে। দুর্গতদের পাশে দাঁড়াতে মাঠে নেমেছে নৌসেনা। অন্যদিকে বন্যাবিধ্বস্ত এলাকা থেকে তাঁদের উদ্ধার করতে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ।

এদিকে ভূমিধ্বসের ফলে সবথেকে খারাপ অবস্থা রায়গড়ের। গত ২৪ ঘণ্টায় এখানে পরপর তিনটি জায়গায় ধ্বস নামে বলে জানা যায়। মৃত্যু হয় বহু মানুষের। শুধুমাত্র পায়গড়ের তালাই এবং শখর সুতা ওয়াদি এলাকা থেকে এখনও পর্যন্ত ৩৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখনও মাটির নীচে চাপা পড়ে রয়েছেন ৩০থেকে ৩৫ জনের বেশি মানুষ, এমনটাই অনুমান জেলা প্রশাসনের। সেখানে আগামীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা ভেবেই সিঁদুরে মেঘ দেখছেন সকলে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More RAIN News  

Read more about:
English summary
A new red alert has been issued in six districts of Maharashtra due to heavy rains