প্রবল বর্ষণ মহারাষ্ট্রে
প্রবল বর্ষণ শুরু হয়েছে মহারাষ্ট্রে। জলে ভরতে শুরু করেছে বিস্তীর্ণ এলাকা। মুম্বই সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে রত্নগিরির বিস্তীর্ণ এলাকা। মুম্বই-গোয়া সড়কে জল জমে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। রেল লাইনে জল জমে একাধিক এলাকায় বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। লোকাল ট্রেন পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। মুম্বই সংলগ্ন একাধিক এলাকা থেকে প্রায় ৫০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রায়গড়ে ধস
প্রবল বৃষ্টিতে রায়গড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। রায়গড়ের প্রায় ৪ জায়গায় ধস নামার খবর পাওয়া গিয়েছে। ধসে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একটি গ্রাম। রায়গড়ের ডিস্ট্রিক্ট কালেক্টর নিধি চৌধুরী জানিয়েছেন, ধসে আটকে পড়েছিলেন প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও আটকে রয়েছেন ১৫ জন। তাঁদের উদ্ধার করার কাজ চলছে। ইতিমধ্যেই ধসে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
আরও মৃত্যু মহারাষ্ট্রে
মহারাষ্ট্রে প্রবল বর্ষণে বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গিয়েছে। মুম্বইয়ের গোভান্ডি এলাকায় একটি বাড়ি ধসে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৭ জন গুরুতর আহত হয়েছেন। মুম্বইয়ের একাধিকল এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বৃষ্টি এখনও চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি চললে আরও পরিস্থিতি খারাপ হতে শুরু করবে।
উদ্ধবকে ফোন মোদীর
মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করেন মোদী। পরিস্থিতি সামাল দিতে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিিন। ইতিমধ্যেই এনডিআর এফ উদ্ধারকাজ শুরু করেছে। প্রয়োজনে আরও সাহায্য কেন্দ্র করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।