২০২৪-এর নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট!
মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানালেও, প্রদেশ কংগ্রেসের অন্দরে ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেও কংগ্রেস কি সেই ডাকে সাড়া দিয়ে ২০২৪-এর নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে জোট গড়বে? বাংলা থেকে কি কংগ্রেস কোনও আসন বের করতে পারবে?
কংগ্রেসকে বাদ রেখে জাতীয় রাজনীতিতে সফল হবে না তৃণমূল
প্রশান্ত কিশোর আগেই বলেছিলেন কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট গড়া যাবে না। আর তৃতীয় ফ্রন্ট বা চতুর্থ ফ্রন্টের কোনও মূল্য নেই জাতীয় রাজনীতিতে। এবার একুশের জুলাই মমমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেসকে বাদ রেখে জাতীয় রাজনীতিতে কোনওদিনই সফল হবে না তৃণমূল।
বিজেপি-বিরোধী জোট গড়ে তোলা যাবে না কংগ্রেসকে ছাড়া
মমতাও মনে করেন, বিজেপি-বিরোধী জোট গড়ে তোলা যাবে না কংগ্রেসকে ছাড়া। কংগ্রেসকে সঙ্গে নিয়েই বিজেপি বিরোধী লড়াই লড়তে হবে। কারণ দেশের সিংহভাগ রাজ্যে কংগ্রেসই বিরোধী শক্তি। মোদী-রাজ্য গুজরাত থেকে শুরু করে রাজস্থান, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, কেরল, অসম ও উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের বিজেপির সঙ্গে মূল লড়াই কংগ্রেসের।
২০০টি আসনে কংগ্রেসের সঙ্গে বিজেপির মুখোমুখি লড়াই
এছাড়াও কংগ্রেসের জোরদার উপস্থিতি রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডেও। অন্যান্য। সমস্ত রাজ্যেও কংগ্রেসের সংগঠন রয়েছে। ২০২৪-এর নির্বাচনে ২০০টি আসনে কংগ্রেসের সঙ্গে বিজেপির মুখোমুখি লড়াই হবে। ফলে কংগ্রেসকে বাদ দিয়ে কখনই বিজেপি বিরোধী জোট গড়ে তোলা সম্ভব নয়।
মমতার প্রস্তাব কংগ্রেসকে, কোন পথে বিরোধী ঐক্য
তবে কংগ্রেসের এই মুহূর্তে যা অবস্থা, তাতে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াই হওয়া ২০০টি আসনের মধ্যে ৫০টি আসন জিততে পারবে কি না সন্দেহ। বংলার মতো অনেক রাজ্য থেকে কংগ্রেস ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। এর মধ্যে মমতা কংগ্রেসকে জোট করার প্রস্তাব দিয়েছেন, এখন দেখার ২৪-এর আগে কোন পথে এগোয় বিরোধী ঐক্য।
কংগ্রেসের অন্দরে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন থেকে
কংগ্রেসের প্রশ্ন, বাংলায় তৃণমূল এখন যে অবস্থায় রয়েছে, তাতে তারা কি কংগ্রেসকে কোনও আসন ছাড়বে। ২০১৯-এর লোকসভায় কংগ্রেস মাত্র দুটি আসন পেয়েছে। তারপর ২০২১-এর বিধানসভায় কংগ্রেসের যে হাল হয়েছে, তাতে তৃণমূল ওই দুটি আসনও ছাড়বে কি না সন্দেহ। সেক্ষেত্রে বাংলা থেকে যদি কোনও আসনই কংগ্রেসকে না ছাড়া হয়, প্রদেশ কংগ্রেস তখন কী করবে?