মডার্নায় অনুমোদন ইউরোপিয়ন ইউনিয়নের! ১২ থেকে ১৭ বছর বয়সীরাও এবার ভ্যাকসিনের আওতায়

প্রাপ্তবয়স্কদের পর এবার শিশু ও কিশোরদের টিকাকরণের জন্য চলছে পরীক্ষা-নিরিক্ষা। মডার্নার ১২ থেকে ১৭ বছর বয়সীদের দেওয়ার জন্য মডার্নার ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে ইউরোপিয়ন ইউনিয়ন। অর্থাৎ অপ্রাপ্তবয়স্কদেরও এ বার মডার্নার ভ্যাকসিন দেওয়া সম্ভব।

রাজ্যে ফের বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা, কমছে মৃত্যু

ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে ১৮ বছরের বেশি বয়সিদের মতোই একই ভাবে ভ্যাকসিন দেওয়া হবে কিশোর-কিশোরীদের। চার সপ্তাহের তফাতে দুটি ইনজেকশন দেওয়া হবে কিশোর কিশোরীদের। এর আগে গত মে মাসে ফাইজার ভ্যাকসিনের ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি।

৩ হাজার ৭৩২ জন কিশোর কিশোরীর ওপর এই মডার্নার ভ্যাকসিনের ট্রায়াল চালানো হয়েছে। দেখা গিয়েছে, এই ভ্যাকসিন প্রাপ্তবয়স্কদের শরীরে যত পরিমাণ অ্যান্টিবডি তৈরি করে, কিশোর-কিশোরীদের ক্ষেত্রেও ততই অ্যান্টিবডি তৈরি করে। ভারতও এবার ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দিতে চলেছে।

ইতিমধ্যেই এই দুই সংস্থার সঙ্গে ভারতের তরফে শুরু হয়েছে আলোচনা। এই বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে দুই সংস্থার কথা হচ্ছে বলে কয়েকদিন আগেই জানিয়েছেন নীতি আয়োগ সদস্য ড. ভিকে পাল।

এরই মধ্যে হু-এর তরফ থেকেও জানানো হয়েছে যে ভারতকে মডার্নার ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ৭৫ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে সমান ভ্যাকসিন বন্টনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, সেটাই হল 'কোভ্যাক্স'।

সেই উদ্যোগেই এ বার ভারতকে ৭৫ লক্ষ ডোজ মডার্না ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে থেকে এই ভ্যাকসিন ভারতে পাওয়া যাবে, তা জানানো হয়নি।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
European medicine agency gives approval to moderna vaccine for vaccination of 12 to 17 years
Story first published: Friday, July 23, 2021, 22:19 [IST]