ভোররাতের রুদ্ধশ্বাস এনকাউন্টারে ২ লস্কর জঙ্গি নিহত জম্মু ও কাশ্মীরের সোপোরে

ফের একবার রুদ্ধশ্বাস গুলির লড়াই ভূস্বর্গের বুকে। এদিন ভোররাতে জঙ্গি দমন অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। রুদ্ধশ্বাস অভিযানে নেমে লস্কর ই তৈবার এক কুখ্যাত কমান্ডারকে নিকেশ করেছে সেনা। এর আগে জম্মুর আখনুর সেক্টরে একটি সন্দেহভাজন ড্রোনের খবর পাওয়া যায়। দেখা মাত্র তাকে গুলি করে গুঁড়িয়ে দেয় পুলিশ। এরপরই সোপোরের এনকাউন্টারের খবর মিলেছে।

এর আগে, নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল যে, সোপোরে একটি এলাকায় তিন জন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। সোপোরের ওয়ারপোরা এলাকায় গতকাল বিকেলের দিকেই কর্ডন করে তল্লাশি অভিযান শুরু হয়ে যায়। সেই সময়ের পর থেকেই এদিন ভোররাত পর্যন্ত চলেছে দুই পক্ষের গুলির লড়াই। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে যে, নিরাপত্তাবাহিনীর গুলিতে ২ জঙ্গির নিকেশ হয়।

এর আগে সোমবারই লস্করের এক কুখ্যাত কমান্ডার ভূস্বর্গের বুকে সেনার হাতে মারা যায়। লস্কর কমান্ডার ইশফাক আহমেদ দার তথা আবু আক্রমকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। প্রসঙ্গত, ৪ বছর আগে কাশ্মীর পুলিশের চাকরি ছেড়ে আবু আক্রম জঙ্গি শিবিরে নাম লেখায়। তারপর থেকেই তাকে খুঁজছিল পুলিশ। এরপরই দক্ষিণ কাশ্মীরের এক এলাকায় সে এনকাউন্টারে মারা যায়। এর আগে ২০১৮ সালে কাশ্মীরের জানিপোরা এলাকায় জম্মু ও কাশ্মীরের দুই পুলিশ কর্মীকে হত্যা করে পালায় আক্রম। তারপরই সোমবার নিকেশ করা হয় তাকে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TERRORIST News  

Read more about:
English summary
Indian security forces kills 2 Lashkar e taiba terrorist