দায়িত্ব নিলেন সিধু
অমরিন্দরের শত আপত্তি সত্তেও সিধুকেই পাঞ্জাব কংগ্রেসের প্রধান হিসেবে বেছে নিয়েছে হাইকমান্ড। ঘোষণা আগেই হয়েছে। আজ ছিল আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহনের পালা। চণ্ডীগড়ের পাঞ্জাব ভবনে সকাল ১০টায় বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন পাঞ্জাব কংগ্রেসের সব সাংসদ, বিধায়ক, নেতা মন্ত্রীরা। অপ্রত্যাশিত ভাবেই সেখানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
অমরিন্দরের পায়ে হাত দিয়ে প্রণাম
পাঞ্জাবে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই অমরিন্দর সিংয়ের সঙ্গে সিধুর বিবাদ চরমে উঠেছিল। একাধিকবার সিধু অমরিন্দরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন। এমনকী সোশ্যাল মিডিয়াতেও সিধু এই মন্তব্য করেছেন। এই নিয়ে অমরিন্দরের সঙ্গে এক প্রকার প্রবল বিরোধ তৈরি হয়েছিল। কিন্তু শুক্রবার চণ্ডীগড়ের পাঞ্জাব ভবনে অমরিন্দরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল সিধুকে। একেবারে অভাবনীয় ঘটনা। ক্যাপ্টেনের আশির্বাদ নিয়ে তবেই সিধু প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেন।
সিধুতে আপত্তি অমরিন্দরের
প্রথম থেকেই সিধুকে পাঞ্জাব কংগ্রেসের প্রধান করার বিরোধিতা করেছিলেন ক্যাপ্টেন। এই নিয়ে হাইকমান্ডকে একাধিক চিঠিও লিখেছিলেন তিনি। এমনকী সোনিয়া গান্ধীকেও কড়া ভাষায় চিঠি লিখেছিলেন অমরিন্দর সিং। তিনি লিখেছিলেন হাইকমান্ড রাজ্যের কাজে জোর করে হস্তক্ষেপ করছেন। এতে ব্যহত হতে পারে রাজ্য সরকারের কর্মকাণ্ড।
নারাজ ক্যাপ্টেন
সিধুকে পাঞ্জাব কংগ্রেসের প্রধান নির্বাচিত করার পর ক্যাপ্টেন প্রকাশ্যেই বলেছিলেন, তিনি কিছুতেই সেটা মেনে নেবেন না। সিধু যতক্ষণ না নিজের টুইটের জন্য প্রকাশ্যে তাঁর কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ তিনি মেনে সিধুকে ক্ষমা করবেন না বলে জানিয়েছিলেন অমরিন্দর সিং।