কেন্দ্রীয় মন্ত্রীর অবমাননা
রাজ্যসভার বাদল অধিবেশনে তুলকালাম কাণ্ড ঘটেছে বৃহস্পতিবার। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ-র হাত েথকে হঠাৎ করে কাজ টেনে নিয়ে ছিঁড়ে ফেলেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন। সেই কাগজে নিজের বিবৃতি লিখেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেটা পড়তে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় প্রবল বিক্ষোভ দেখিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ তাঁর হাত থেকে কাগজ টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন। ইজরায়েলি স্পাইওয়ার প্রেগাসাস নিয়ে বিবৃতি দিতে যাচ্ছিলেন তিনি।
শান্তনু সেনের বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত
অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে এভাবে কাগজ কেড়ে নেওয়া এবং সেটাকে ছিঁড়ে ফেলার ঘটনাকে একেবারেই সহজ ভাবে দেখতে রাজি নয় মোদী সরকার। এই নিয়ে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিতে চলেছে তাঁরা। সূত্রের খবর শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনতে চলেছে মোদী সরকার। এই নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, রাজ্যসভায় বিজেপির দলনেতা পীযূষ গোয়েল, তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ, মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ভি মুরলীধরন।
মুলতুবি রাজ্য সভা
প্রকাশ্যে তৃণমূল সাংসদের এই আচরণে প্রবল অসন্তুষ্ট হয়ে দিনের মত রাজ্যসভা মুলতুবি করে দেন রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। তার আগে প্রেগাসাস ইস্যুতে ওয়েলে নেমে উত্তাল বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী দলের সাংসদরা। প্রেগাসাস ইস্যুতে আজ সংসদের দুই কক্ষই উত্তাল হয়ে উঠেছিল।
মমতার নিশানা
প্রেসাসাস ইস্যুতে মোদী সরকারকে তীব্র নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ওয়াটার গেট কেলেঙ্কারির থেকেও বড় ঘটনা এই প্রেগাসাস কেলেঙ্কারি। তাঁর ফোনেও আড়িপাতা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ভোটে জিততে ফোনে আড়ি পাতার মতো বড় কেলেঙ্কারি করতেও ছাড়েনি বিজেপি।