টোকিও অলিম্পিকের টেনিসের ক্রীড়াসূচি প্রকাশিত হল। প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেলেও দ্বিতীয় রাউন্ডেই কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে ভারতের একমাত্র সিঙ্গলস প্লেয়ার সুমিত নাগালকে। অঙ্কিতা রায়নাকে নিয়ে ডাবলসে সানিয়া মির্জা অবশ্য নামতে চলেছেন চেনা প্রতিপক্ষের বিরুদ্ধেই।
সিঙ্গলসে সুমিত নাগাল এখন বিশ্বের ১৬০তম স্থানে থাকা টেনিস খেলোয়াড়। টোকিও অলিম্পিকের প্রথম রাউন্ডে তিনি নামবেন ক্রমতালিকায় তাঁর চেয়ে ৩৭ ধাপ নীচে থাকা উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে দ্বিতীয় ম্যাচেই তাঁকে পড়তে হবে বিশ্বের ২ নম্বর টেনিস তারকা রাশিয়ার দানিল মেদভেদেভের বিরুদ্ধে। মেদভেদেভ প্রথম রাউন্ডের ম্যাচ খেলবেন বিশ্বের ৪০ নম্বর কাজাখস্তানের আলেকজান্ডার বুবলিকের বিরুদ্ধে। টোকিও অলিম্পিক থেকে একঝাঁক টেনিস খেলোয়াড় সরে দাঁড়ানোতেই সিঙ্গলসে নামার সুযোগ পেয়েছেন নাগাল।
৬টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সানিয়া মির্জা ডাবলসে খেলবেন অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধে। প্রথম রাউন্ডে সানিয়া-রায়না জুটির সামনে উইক্রেনের কিচেনক বোনেরা অর্থাৎ নাদিয়া ও ল্যুদমিলা কিচেনক। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা সম্পর্কে অবশ্য সানিয়া ভালোই ওয়াকিবহাল। কারণ, পুত্র ইজহানের জন্মের পর প্রথম কোর্টে ফিরে এই নাদিয়ার সঙ্গে জুটি বেঁধেই গত বছর হোবার্ট ওপেন জিতেছিলেন সানিয়া।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!