নজরে মণিকা
এবারের টোকিও অলিম্পিকে মহিলাদের মধ্যে ভারতের ১ নম্বর টেনিস তারকা মণিকা বাত্রা নামবেন ৩৪তম বাছাই হিসেবে। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টিন-টিন হো। তিনি ইংল্যান্ডের প্রথম মহিলা টিটি প্লেয়ার যিনি ইংল্যান্ডের হয়ে বিগত ২৫ বছরে এই প্রথম সিঙ্গলস খেলার যোগ্যতা অর্জন করেছেন। তাঁকে হারালে দ্বিতীয় রাউন্ডে মণিকার সম্ভাব্য প্রতিপক্ষ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে প্রাক্তন রুপোজয়ী ইউক্রেনের মার্গারিটা পেসোটস্কা। শনিবারই ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় মিক্সড ডাবলসে শরথ কমলের সঙ্গে জুটি বেঁধে মণিকা বাত্রা প্রি কোয়ার্টার খেলবেন চাইনিজ তাইপের লিন ইউন-জু ও চেং আই-চিং জুটির বিরুদ্ধে। ভারতের এই জুটি অলিম্পিকের দ্বাদশ বাছাই।
সুইডেনের প্রতিপক্ষ সুতীর্থার সামনে
৫২তম বাছাই সুতীর্থা মুখোপাধ্যায় অলিম্পিক অভিযান শুরু করবেন সুইডেনের লিন্ডা বারিস্ট্রমের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। দ্বিতীয় রাউন্ডে উঠলে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগালের ইউ ফু। সুতীর্থা মুখোপাধ্যায়কে বাড়তি প্রেরণা দিচ্ছে কোচ সৌম্যদীপ রায়ের তত্ত্বাবধানে টোকিওতেও শেষ মুহূর্তের প্রশিক্ষণ করতে পারছেন বলে। মণিকার প্রথম রাউন্ডের ম্যাচ শনিবার ভারতীয় সময় অনুসারে ১২টা ১৫ মিনিটে শুরু। সুতীর্থা নামবেন তার একটু পরেই ভারতীয় সময় বেলা ১টায়।
কঠিন চ্যালেঞ্জ
পুরুষদের সিঙ্গলসে ২০তম বাছাই অচন্ত শরথ কমল ও ২৬তম বাছাই সাথিয়ান জ্ঞানশেখরন প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডে শরথ কমল খেলবেন পর্তুগালের তিয়াগো আপোলোনিয়া ও নাইজেরিয়ার ওলাইদে ওমোতায়ো ম্যাচে জয়ীর বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ডের বাধা টপকালে শরথ কমলকে খেলতে হবে গতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন তথা বিশ্বের ২ নম্বর চিনের মা লংয়ের বিরুদ্ধে। সাথিয়ান দ্বিতীয় রাউন্ডে পুয়ের্তো রিকোর ব্রায়ান আফানাডর ও হংকংয়ের লাম সিউ হাংয়ের মধ্যে জয়ীকে হারাতে পারলে তৃতীয় রাউন্ডে খেলবেন টোকিও অলিম্পিকের তৃতীয় বাছাই জাপানের তোমোকাজু হারিমোতোর বিরুদ্ধে।