কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলের জল্পনার মাঝেই কী দাবি করে বললেন বিএস ইয়েদুরাপ্পা

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলের জল্পনার সিলমোহর দিয়েই ফেললেন বিএস ইয়েদুরাপ্পা। তিনি নিজেই বলেছেন হয়তো পরের সপ্তাহ থেকে আর তিনি মুখ্যমন্ত্রী থাকবেন না। কে হবেন কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী তা নিয়ে িতনি কোনও কথা বলেননি। তবে ২৬ জুলাইয়ের পর দল যাঁকে মুখ্যমন্ত্রী করবে তার সিদ্ধান্ত তিনি মেনে নেবেন বলে জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বদল হচ্ছেই

কর্নাটকে যে মুখ্যমন্ত্রী বদল হচ্ছেই সেই ইঙ্গিত দিয়েই ফেললেন বিএস ইয়েদুরাপ্পা। তিনি নিজেই বলেছেন আগামী সপ্তাহের পর তিন মুখ্যমন্ত্রী পদেও নাও থাকতে পারেন। ইয়েদুরাপ্পার এই মন্তব্যের পর সব জল্পনার অবসান ঘটেছে। তবে কে হবেন নতুন মুখ্যমন্ত্রী তা এখনও স্পষ্ট হয়নি। ইয়েদুরাপ্পা আরও জানিয়েছেন ২৬ জুলাই পার্টি যা সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। প্রসঙ্গত উল্লেখ্য ২৬ জুলাই মুখ্যমন্ত্রী পদে ২ বছর পূর্ণ করছেন ইয়েদুরাপ্পা।

মুখ্যমন্ত্রী বদলের জল্পনা

গত এক মাস ধরে কর্নাটকের মুখ্যমন্ত্রী বদলের জল্পনা শুরু হয়েছে। একাধিক নাম উঠে আসছে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে। তার মধ্যে প্রহ্লাদ যোশীর নামও রয়েছে। সেটা হলে ১৯৪৪ সালের পর প্রথম ব্রাহ্মণ সন্তান কর্নাটকের মুখ্যমন্ত্রী হবেন। এদিকে ইয়েদুরাপ্পাকে বদলের প্রতিবাদে সরব হয়েছে লিঙ্গায়েত প্রধানরা। তাঁরা প্রবল আপত্তি জানিয়েছেন।

ইয়েদুরাপ্পার মন্তব্য

ইয়েদুরাপ্পাকে কয়েকদিন আগেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হয়েছে। তারপরেই ইয়েদুরাপ্পা দাবি করেছেন, ২৬ জুলাইয়ের পর জেপি নাড্ডা যা সিদ্ধান্ত নেবেন সেটাই মেনে নেবেন বলে জানিয়েছেন তিনি। তাঁর অনুগামীদেরও পার্টির সিদ্ধান্ত মেনে নিেত বলেছেন ইয়েদুরাপ্পা। মুখ্যমন্ত্রী পদে না থাকলেও বিজেপির হয়ে তিনি কাজ করে যাবেন বলে জানিয়েছেন।

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে নালিশ

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে একের পর এক নালিশ চলছে। গত কয়েকমাস ধরে দিল্লিতে গিয়ে দরবার করেছেন একাধিক বিজেপি নেতা। ইয়েদুরাপ্পার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন একাধিক বিজেপি নেতা। তারপরেই জল্পনা শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী বদলের।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More BS YEDDYURAPPA News  

Read more about:
English summary
Karnataka Chief minister may change after this week
Story first published: Thursday, July 22, 2021, 22:02 [IST]