খেলা হবে রাজ্যে রাজ্যে
একুশে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে ফের খেলা হবে স্লোগান দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেেছন খেলা এখনও শেষ হয়নি। আবারও খেলা হবে। এবার রাজ্যে রাজ্যে খেলা হবে। যতদিন না বিজেপিকে সাফ করা যাচ্ছে ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। প্রসঙ্গত উল্লেখ্য এবার একাধিক রাজ্যে ২১ জুলাই পালন করেছে তৃণমূল কংগ্রেস। তারমধ্যে রাজধানী দিল্লি এবং গুজরাতও ছিল। এছাড়া উত্তর প্রদেশ, ত্রিপুরা, মণিপুর একাধিক রাজ্যে ২১ জুলাই পালন করেছেন তিনি।
মমতাকে নিশানা তথাগতর
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে স্লোগানের সমালোচনা করে পাল্টা টুইট করেছেন বিজেপি নেতা তথাগত রায়। টুইটে তিনি লিখেছে, খেলা হবে, খেলা হবে। রাজ্যজুড়ে, ভারতজুড়ে খেলা হবে। শুধু খেলা নয়, ভাতা হবে। ভিক্ষা হবে। মোচ্ছব হবে। শুধু চাকরি হবে না। এর আগেও মমতাকে নিশানা করে একাধিক টুইট করেেছন বিজেপি নেতা।
খেলা হবে দিবস
একুশে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকেই খেলা হবে দিবসের কথা ঘোষণা করেছেন মমতা। বৃহস্পতিবার ফের সরকারি ভাবে আগামী ১৬ অগাস্ট খেলা হবে দিবসের কথা ঘোষণা করেছেন। স্বাধীনতা দিবসের পরের দিন গোটা রাজ্যে খেলা হবে দিবস পালিত হবে। সেদিন রাজ্য সরকার ক্লাবে ক্লাবে প্রায় ১ লক্ষ ফুটবল বিক্রি করবে।
প্রেগাসাস নিয়ে বিজেপিকে নিশানা মমতার
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফের প্রেগাসাস নিয়ে সরব হয়েছেন মমতা। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন প্রেগাসাস ওয়াটার গেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি। কালীঘাটে তাঁদের বৈঠক রেকর্ড করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।