পেগাসাস (pegasus) ইস্যুতে লোকসভায় (loksabha) তৃণমূলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ভাইপো, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। অভিযোগে দেশে পেগাসাসের মাধ্যমে যাঁদের ফোনে আড়িপাতা হয়েছিল, সেই তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ব্যক্তিগত সচিবও।
পেগাসাস নিয়ে তৃণমূল মনে করছে, বাংলাই হল বিজেপির টার্গেট। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোনে আড়ি পাতা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবারই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আক্রমণ শানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ফোনে আড়ি পেতের অমিত শাহ মুখ পশ্চিমবঙ্গের নির্বাচনে মুখ রক্ষা করতে পারেননি। কটাক্ষ করে তিনি বলেছিলেন, হারের জন্য দুমিনিট নিরপতা পালন করা উচিত। কেননা ভোটের আগে ইডি, সিবিআই, এনআইএ, আয়কর দফতর, নির্বাচন কমিশনকে দিয়েও অমিত শাহ কোনও লাভ পাননি। বরং তাঁর উচিত ২০২৪-এর জন্য প্রস্তুত হওয়া।
বুধবার দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলা ভাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার প্রথমবার দিল্লি গেলেন অভিষেক। এদিন তিনি রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে দলের সাংসদদের সঙ্গে মিলিত হবেন বলে জানা গিয়েছে।
বুধবার থেকে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলা ডিজিটাল হয়েছে। যেখানে এক নিবন্ধে অভিষেক লিখেছেন, ভারত বাংলার মেয়েকেই চায়।
মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৬ জুলাই দিল্লি যাচ্ছে। তিনি সেখানে ২৭, ২৮, ২৯ জুলাই থাকবেন। এই তিনদিন তিনি বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে।
পেগাসাস ইস্যু সামনে আসার পরে তা নিয়ে উত্তাল সংসদের উভয়রক্ষই। এদিন রাজ্যসভার অভিবেশন বেলা ১২ টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। বিরোধীদের তরফে একাধিক দলের সদস্যরা এই বিষয়ে
মলতুবি প্রস্তাব এনেছেন। পেগাসাস ছাড়া বিরোধীরা কৃষি আইন নিয়েও সরব। এছাড়াও দেশের করোনা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ বিরোধীদের।
যন্তরমন্তরে বিক্ষোভের মধ্যেই কৃষক নেতাদের পরিকল্পনা, বিজেপিকে 'আলাদা' করতে আরও বড় আন্দোলন
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!