প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল: ৪৯৯ নম্বর পেয়ে রাজ্যে শীর্ষে মুর্শিদাবাদের মুসলিম কন্যা

প্রকাশিত হল হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবার উচ্চমাধ্যমিকে পাসের হার ৯৭.৬৯ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৯৭.৭০। পর্ষদ সভাপতি মহুয়া দাশ জানিয়েছেন, এই বছর মেয়েদের পাশের হারও অনেকটাই এক। করোনা পরিস্থিতির কারণে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়। নয়া মূল্যায়ন পদ্ধতিতে এই বছর প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।

নয়া মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী ৪০:৬০ ফর্মুলায় উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল। চল্লিশ শতাংশ ওয়েটেজ দেওয়া মাধ্যমিকের সেরা চারটি বিষয়ে। আর ৬০ শতাংশ ওয়েটেজ দেওয়া হচ্ছে একাদশ শ্রেণির থিওরি পরীক্ষ।

একক ভাবে নম্বর পেয়েছে সংখ্যালিঘু কন্যা

এই বছর উচ্চ মাধ্যমিকে সমস্ত স্কুলের পাঠানো ফলাফলের ভিত্তিতে এই রেজাল্ট তৈরি করা হয়েছে। সেই মতো নম্বর খতিয়ে দেখে দেখা গিয়েছে মুর্শিদাবাদের এক কন্যা ৪৯৯ পেয়েছে। ওই কন্যা মুসলিম। একক ভাবে এই নম্বর পেয়েছেন তিনি। এবার ৫০০ নম্বরে পরীক্ষা হয়েছে। এই নম্বর অবশ্যই গর্বের বলে দাবি পর্ষদ সভাপতি মহুয়া দাস। তবে ওই ছাত্রীকে ‘প্রথম স্থানাধিকারী' বলছেন না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উল্লেখ্য, এবার উচ্চ মাধ্যমিকে সংখ্যালঘু পাশের হার ৯৭.৪০ শতাংশ।

মেধাতালিকা প্রকাশিত করা হয়নি

এবার কোনও মেঘাতালিকা প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানাছেন পর্ষদ সভাপতি মহুয়া দাস। করোনা পরিস্থিতির কথা ভেবে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। সেই কারণে এবার মেধা তালিকা প্রকাশ করা হলনা। উল্লেখ্য, এবার মাধ্যমিকেও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। সেই রেশ উচ্চ মাধ্যমিকেও বজায় রাখা হল। তবে ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ৯ হাজার ১৩ জন, ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছে ৪৯ হাজার ৩৭০ জন, ৭০ থেকে ৭৯ শতাংশ পেয়েছে ৯৫ হাজার ৭৫৮ জন, ৬০- ৬৯ শতাংশ পেয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১৮৬ জন।

প্রথম ১০ জনের মধ্যে ৮৬ জন

পাশের হার এবার ৯৭.৬৯ শতাংশ। ১ থেকে ১০-এর মধ্যে রয়েছেন ৮৬ জন। তবে নম্বর ঘোষণা করা হয়নি। একমাত্র মুর্শিদাবাদের ওই উচ্চ মাধ্যমিক ছাত্রীর নম্বর জানান পর্ষদ সভাপতি মহুয়া দাশ। তবে রেজাল্ট হাতে পাওয়ার পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। আগামীকাল শুক্রবার থেকে স্কুল থেকে রেজাল্টের হার্ডকপি দেওয়া হবে। তবে বিকেল চারটের পর থেকে বেশ কয়েকটি নির্দিষ্ট ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পারবে পড়ুয়ারা।

কোথায় রেজাল্ট দেখা যাবে

যে যে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন সেগুলি হল - wbresults.nic.in www.exametc.com www.indiaresults.com www.technoindiagroup.com www.fastresult.in। উচ্চ মাধ্যমিক পাশ করা সমস্ত পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More RESULT News  

Read more about:
English summary
higher secondary result 2021 murshidabad minority girl got highest 499 marks