উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৩ জুলাই শুক্রবার সকালে মধ্যে হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরের ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জুলাই শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ জুলাই শুক্রবার সকালে মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জুলাই শনিবার সকালের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতায় মেঘলা আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া প্রায়ই একই থাকতে চলেছে। এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৪.৩ (৩৩.৬ )
বালুরঘাট ৩২.৮ (৩০.৮)
বাঁকুড়া ৩৩.৭ (৩১.৫)
ব্যারাকপুর ৩৩.৮ (৩৩.৪)
বহরমপুর ৩৫.৪ (৩৫.৩)
বর্ধমান ৩৪ (৩৫)
ক্যানিং ৩২ (৩২.৬)
কোচবিহার ৩৫.৪ (৩৫.৪)
দার্জিলিং ২২ (২১.৮)
দিঘা ৩০.৯ (৩২)
কলকাতা ৩৩.৯ (৩৩.১)
মালদহ ৩৫.৭ (৩৩.৪)
পানাগড় ৩৪.১ (৩৩.৩)
পুরুলিয়া ৩২.৩ (৩৩.৩)
শিলিগুড়ি ৩৪.৬ (৩৪.৬)
শ্রীনিকেতন ৩৪.১ (৩২.৮)
মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা
মৎস্যজীবীদের উদ্দেশে দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত এলাকায় নিম্নচাপ তৈরির কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। সেই কারণে ২২ জুলাই বিকেল থেকে ২৫ জুলাই পর্যন্ত তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এছাড়াও যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদের ২২ জুলাইয়ের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
রাজ্যে রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত এলাকার ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। যা আগামী দু থেকে তিন দিনের মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যার জেরে ২৪ জুলাইয়ের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব এবং মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায়। অতিরিক্ত বৃষ্টি হতে পারে তেলেঙ্গানা, ছত্তিশগড়, বিদর্ভে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কেরলে। অতিরিক্ত বৃষ্টি হতে পারে কোঙ্গন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, , উপকূল কর্নাটকে। এছাড়াও আগামী ২৬ জুলাইয়ের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। উত্তর প্রদেশেও ২৬ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।