আঙুলে চোট
কাউন্টি সিলেক্ট একাদশের দুই ক্রিকেটার না উপস্থিত হতে পারায় আবেশ ও সুন্দর ওই দলের হয়ে খেলছিলেন। ভারতীয় একাদশের হনুমা বিহারীর ড্রাইভ রুখতে গিয়ে আবেশ চোট পান। এরপর গতকাল ব্যাট করতে নেমে মাত্র সাত বলই ক্রিজে ছিলেন ওয়াশিংটন সুন্দর। মহম্মদ সিরাজের শর্ট বলে আঙুলে চোট পান তিনি।
|
সিরিজে উপস্থিতি নিয়ে শঙ্কা
চারে ব্যাট করতে নেমে প্রথম বল মিস করেছিলেন সুন্দর। সিরাজ তাঁকে উদ্দেশ করে এরপর কিছু বলেন। পরের ওভারে বল করতে এসে সিরাজ ১ রানে প্যাভিলিয়নে ফেরান সুন্দরকে। তারপরই আঙুলে যন্ত্রণা বাড়তে থাকে। এরপরই জানা যায়, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ থেকে যেতে পারেন সুন্দর। সেটা হলে এই নিয়ে পরপর দুটি ইংল্যান্ড সফরের দলে থেকেও একটিও ম্যাচ না খেলে তাঁকে দেশে ফিরতে হবে। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে গোড়ালিতে চোট পেয়ে তার পরেই ইংল্যান্ড সফরে খেলা হয়নি ওয়াশিংটন সুন্দরের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলার সুযোগ পাননি সুন্দর।
|
তৃতীয় দিনে ফিল্ডিংয়ে সুন্দর
যদিও প্রস্তুতি ম্যাচের তৃতীয় তথা শেষ দিনে ফিল্ডিং করতে নেমেছেন সুন্দর। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ইনিংস ওপেন করেছেন চেতেশ্বর পূজারা ও ময়াঙ্ক আগরওয়াল। ২১.৪ ওভারের মাথায় আউট হন ময়াঙ্ক, দলের ৮৭ রানের মাথায়। সাতটি চারের সাহায্যে ৮১ বলে ৪৭ রান করে জ্যাক কারসনের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ময়াঙ্ক। বড় রানের দিকে এগোচ্ছেন চেতেশ্বর পূজারা। পূজারা এদিন ভালো রান পেলে স্বস্তি আসবে ভারতীয় শিবিরে। তিনে ব্যাট করতে পাঠানো হয়েছে হনুমা বিহারীকে। ঘুরিয়ে ফিরিয়ে ইংল্যান্ড সিরিজের আগে সব কিছু দেখে নিয়ে ৪ অগাস্ট থেকে শুরু হতে চলা ট্রেন্টব্রিজ টেস্টে সেরা কম্বিনেশনই নামাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।