উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ
করোনা সংক্রমণের কারণে এবারও হয়মি উচ্চ মাধ্যামিক পরীক্ষা। গত ২০ জুলাই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল পর্ষদ। পূর্ব ঘোষণা মতো ২৩ জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করল শিক্ষা সংসদ। ঠিক দুপুর তিনটে নাগাদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফলাফল প্রকাশ করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার ৯৭.৬৯ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে।
প্রথম বিভাগে কমল পাসের হার
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার মোট ৮,১৯,২০২ জন পরীক্ষার্থী পাস করেছেন। তার মধ্যে ৯৭.৭০ শতাংশ ছেলে পাস করেছেন। মেয়েেদর পাসের হারও একই। প্রথম বিভাগে পাস করেছেন ৩,১৯,৩২৭ জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে সেটা কম বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সব জেলাতেই ৯০ শতাংশের বেশি সব জেলায় পাস করেছে।
প্রথম মুর্শিদাবাদের মেয়ে
প্রথম বিভাগে পাসের হার কম হলেও এবার প্রথম হয়েছে জেলার একটি মেয়ে। মুর্শিদাবাদের সংখ্যালঘু পরিবারের মেয়ে প্রথম বিভাগে পাস করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৯। যদিও এবার মেধা তালিকা প্রকাশ করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কারণকরোনার কারণে পরীক্ষা হয়নি এবার। জুলাই মাসের শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল।
মাধ্যমিকের পাসের হার নিয়ে বিতর্ক
মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে। তার মধ্যে ৯০ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে প্রথম বিভাগে। মধ্য শিক্ষা পর্ষদের এই ফলাফল প্রকাশের পর থেকেই সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কীকরে এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পাস করতে পারে মাধ্যমিক পরীক্ষায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।