একদিকে ২১ শে জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবস অন্যদিকে বিজেপির তরফে এদিনকেই শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস হিসাবে পালন করা হয়। আর সেই মঞ্চ থেকেই কার্যত তৃণমূল সরকারকে উতখাতের ডাক দেন শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি, ৫ মে থেকে গতকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ৩০ জন মারা গিয়েছেন। মহিলাদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। পুলিশ-প্রশাসন সমস্ত কিছু জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। ভোট পরবর্তী হিংসার ঘটনাতে আমরা লজ্জিত হই। চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার।
শুধু তাই নয়, ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে বাংলার বর্তমান পরিস্থিতির সঙ্গে ১৯৪৬ সালের কলকাতায় ঘটে হাওয়া গোষ্ঠীদন্দের তুলনা টেনে আনেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, যা ঘটেছে তা গনহত্যার শামিল বলেও দাবি তাঁর।
তৃণমূলের পাল্টা আজ বিজেপির তরফে আজ শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করা হয়। যেখানে ভোট পরবর্তী হিংসার ঘটনাতে যে সমস্ত বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে তাঁদের শ্রদ্ধা জানানো হয়। আর সেই অনুষ্ঠানে শামিল হয়েছিলেন সমস্ত বিজেপি বিধায়করা।
শুধু তাই নয়, ছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, দলের সাংসদরা এই মুহূর্তে বাংলা এবং বাংলার মানুষকে বাঁচানোর লক্ষ্যে রাজধানীতে ধর্নায় বসেছেন। সর্বস্তরে আন্দোলনকে পৌঁছে দেওয়া হচ্ছে বলে দাবি বিজেপির।
অন্যদিকে আজ শুভেন্দু অধিকারী আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাঁর সরকার গঠনের পর একটা ঘটনাও ঘটেনি। যা ঘটেছে সবটাই নাকি কমিশনের হাতে থাকার সময়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার পর থেকে ৩০ জন বিজেপি কর্মীর মৃত্যু হল কীসের ভিত্তিতে? প্রশ্ন ছুঁড়ে দেন শুভেন্দু।
তাঁর অভিযোগ সমাজের একটা কমিউনিটি বা গোষ্ঠী এই কাজ চালাচ্ছে বলেও অভিযোগ শুভেন্দু অধিকারীর। গ্রামের পর গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে। মানুষজনকে মারধর করছে। পুলিশ এই বিষয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি তাঁর।
মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। আজ ২১ শের জুলাইয়ের মঞ্চ থেকে এই বিষয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যয়াপধায়। তাঁর দাবি, মানবাধিকার কমিশন ষড়জন্ত্র এই রিপোর্ট তৈরি করেছে। কমিশনের বেশ কয়েকজন বিজেপি হয়ে গিয়েছে বলেও দাবি তাঁর।
আর এর জবাবে এদিন শুভেন্দু বলেণ, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট হৈমচূড়ার কণামাত্র। জাতীয় মানবাধিকার কমিশনকে বিজেপি পাঠায়নি,আদালত বলেছিল। ফলে এখানে বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই বলেও দাবি তাঁর।
অন্যদিকে তমলুক থানাতে তাঁর বিরুদ্ধে একাধিক ধারাতে মামলা করেছে পুলিশ। সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন শুভেন্দু। তাঁর দাবি, আমার বিরুদ্ধে রোজ একটা করে মামলা করছে,শুভেন্দু অধিকারী এতে ভয় পায় না,আপনাদের এই নিয়ে ভাবার দরকার নেই।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!