পেগাসাস আর হিংসা নিয়ে মমতাকে পাল্টা নিশানা দিলীপের, মুকুল রায় ও বাম সরকারের নাম করে আক্রমণ

২১ জুলাই (21st july) শহিদ দিবসে (shahid diwas) মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) যেমন ভার্চুয়ালি ভাষণ দিলেন, ঠিক তেমনই রাজ্য বিজেপির (bjp) সভাপতি শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবসে (shahid shradhanjali diwas) দিল্লি থেকে ভার্চুয়াল ভাষণ দিলেন। দিলীপ ঘোষের ভাষণে উঠে এল রাজ্যে ফোনে আড়িপাতার (pegasus) অভিযোগ এবং ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অভিযোগও।

মুকুল রায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টে

মমতা বন্দ্যোপরাধ্যায়ের অভিযোগের জবাব দিতে তৃণমূলের ফিরে যাওয়া মুকুল রায়ের অভিযোগের উদাহরণ টানলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন ২১ জুলাই শহিদ দিবসের ভারহ্চুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা সময় ব্যয় করে ফোনে আড়িপাতায় পেগাসাসের ব্যবহার নিয়ে। অভিযোগ করেন, তাঁর ফোনও ট্যাপ করা হয়েছে। যার জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, মুকুল রায়ে বিজেপিতে থাকার সময় ফোন ট্যাপিং-এর অভিযোগ করেছিলেন। এব্যাপারে তিনি তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন, বলেছেন দিলীপ ঘোষ।

তৃণমূল নেতারা কথা বলেন হোয়াটসঅ্যাপে

দিলীপ ঘোষ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কটাক্ষ করে বলেন, তিনি (মমতা) ভালভাবেই জানেন ফোন ট্যাপ করা কাদের সংস্কৃতি। কেননা তৃণমূলের নেতারা হোয়াটসঅ্যাপ ছাড়া কারও সঙ্গে কথা বলেন না। কেননা প্রত্যেক তৃণমূল নেতাই জানেন তাঁদের ফোন ট্যাপ করা হয়। আর সেই ট্যাপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের অভিযোগ পেগাসাস কোম্পানির সফটঅয়্যার ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার। তিনি বলেন, মোদী সরকারকে রাজনৈতিক ভাবে এবং গণতান্ত্রিকভাবে বদনাম করা হচ্ছে। তবে তা সফল হবে না বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

তৃণমূলের সবই ধার করা ও চুরি করা

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস প্রসঙৎ্গে দিলীপ ঘোষ বলেন, কংগ্রেসের শহিদ দিবসকে ছিনিয়ে এনে আন্দোলনে মৃত কর্মীদের স্মৃতিচারণ করে তৃণমূল। এর থেকেই বোঝা যায় দলটির কিছু নেই। ওদের সবই চুরি করা এবং ধার করা।

রাজ্যে হিংসা নিয়ে মমতাকে নিশানা

রাজ্যে হিংসা নিয়ে মমতাকে নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, গত ৭-৮ বছরে বিজেপির অন্তত ১৭৫ জন কর্মী তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন। তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই তারা এদিন মিলিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও দাবি করেছেন, রাজ্যে ভোট পরবর্তী কোনও হিংসার ঘটনা ঘটেনি। যার উত্তরে দিলীপ ঘোষ বলেছেন, শুধুমাত্র জুনেই তাঁদের দলের অন্তত ৪৫ জন খুন হয়েছেন। প্রায় ১২ হাজার হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শারীরিক আক্রমণ, খুন, খুনের চেষ্টা, কর্মীদের বাড়ি আক্রমণের মতো ঘটনা ঘটেছে। দিলীপ ঘোষ অভিযোগ করেন জেসিবি দিয়ে বাড়ি ভাঙার মতো ঘটনাও রাজ্যে ঘটেছে।

বামফ্রন্টের রেকর্ড ভেঙেছে তৃণমূল

দিলীপ ঘোষ এদিন দাবি করেন, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী যে হিংসার ঘটনা ঘটেছে, তার ইতিহাসে হয়নি। তৃণমূল বাম সরকারের অত্যাচারের রেকর্ড ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More DILIP GHOSH News  

Read more about:
English summary
Dilip Ghosh targets Mamata Banerjee on Pegasus issue naming Mukul Roy
Story first published: Wednesday, July 21, 2021, 19:25 [IST]