খেলা শেষ হয়নি, এবার রাজ্যে রাজ্যে খেলা হবে, ১৬ অগাস্ট বিশেষ দিবস ঘোষণা মমতার

একুশের মঞ্চেও শোনা গেল মমতার কণ্ঠে খেলা হবে স্লোগান। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট করে দিলেন খেলা এখনও শেষ হয়নি। এবার রাজ্যে রাজ্যে হবে খেলা। যতদিন না বিজেপিকে বিতাড়িত করা যাচ্ছে তত দিন খেলা হবে। এরই মাঝে আবার ১৬ অগাস্ট রাজ্য জুড়ে খেলা হবে দিবস ঘোষণা করেছেন তিনি। সেদিন গোটা রাজ্যে খেলা হবে দিবস উদযাপন করবে তৃণমূল কংগ্রেস।

খেলা হবে স্লোগান

২১-র ভোেট যাকে বলে সুপার হিট স্লোগান খেলা হবে। তৃণমূল থেকে বিজেপি উভয় দলই খেলা হবে স্লোগানে শান দিয়েছেন।তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রতর খেলা হবে স্লোগান আপন করে নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।একের পর এক জনসভায় খেলা হবে স্লোগানে নির্বাচনী প্রচারের পারদ চড়িয়েছেন মমতা। সেই স্লোগান শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠেও। নির্বাচনী প্রচারে মমতাকে নিশানা করতে গিয়ে খেলা হবে স্লোগান দিয়েছিলেন তিনিও। কিন্তু শেষ পর্যন্ত খেলাটা জিতেছে তৃণমূল কংগ্রেসই।

একুশের মঞ্চে খেলা হবে স্লোগান

একুশের মঞ্চে ফের মমতার কণ্ঠে শোনা গেল খেলা হবে স্লোগান। তবে এবার আর রাজ্যের জন্য এবার খেলা হবে স্লোগান তুললেন মমতা জাতীয় রাজনীতির জন্য। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন খেলা এখনও শেষ হয়নি। এবার খেলা হবে রাজ্যে রাজ্যে। বিজেপিকে যতদিন না তাড়াচ্ছি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে স্লোগান দিলেন মমতা।
অর্থাৎ এবার েয জাতীয় রাজনীতির মঞ্চেও খেলা হবে স্লোগান হিট হতে চলেছে তার সূচনা করে দিলেন তৃণমূল সুপ্রিমো।

রাজ্যে রাজ্যে খেলা হবে

সামনেই উত্তর প্রদেশে বিধানসভা ভোট। তার আগেই সেখানে পড় গিয়েছে খেলা হুই স্লোগান। যোগীর রাজ্যে ইতিমধ্যেই ছড়াতে শুরু করেছে বঙ্গের খেলা হবে স্লোগান। তারপরেই মমতার এই বার্তা যথেষ্ট ইঙ্গিত পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জুলাই মাসের শেষেই দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জাতীয় রাজনীিততে নতুন সমীকরণ তৈরি হবে।

খেলা হবে দিবস

২১-র মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস নেত্রী গোটা রাজ্যে খেলা হবে দিবসের ঘোষণা করেছেন। ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালিত হবে গোটা রাজ্যে। সেখানে ক্লাবে ক্লাবে ছেলেমেয়েরা খেলাধুলো করে বিশেষ দিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এর আগে রাজ্যের সব ক্লাবকে ফুটবল দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি।

মমতার নেতৃত্বকেই মান্যতা! দিল্লিতে বিরোধী ঐক্যে গাঁটছড়া ‘একুশে জুলাই'য়ের মঞ্চ থেকেমমতার নেতৃত্বকেই মান্যতা! দিল্লিতে বিরোধী ঐক্যে গাঁটছড়া ‘একুশে জুলাই'য়ের মঞ্চ থেকে

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Mamata Banerjee said TMC will fight till BJP eleminate from india