টোকিওগামী লাভলিনাকে শুভেচ্ছা অসমের মুখ্যমন্ত্রীর, হিমন্ত ও বিরোধী দলনেতা পাশাপাশি

টোকিও অলিম্পিকের আগে রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করে দেশবাসীকে বার্তা দিল অসম। টোকিও অলিম্পিকে অসম থেকে অংশ নিচ্ছেন একমাত্র লাভলিনা বরগোঁহাই। এই বক্সারকে শুভেচ্ছা জানাতেই আজ একসঙ্গে সাইকেল চালালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও রাজ্যের বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া। ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীও।

বিগত বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ক্রীড়া সংস্থা ও অসমবাসীর তরফে মহিলা বক্সার লাভলিনাকে শুভেচ্ছা জানানো চলছে। আজ গুয়াহাটিতে সেই উদ্যোগ আরও গতি পেল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পদক্ষেপে। লাভলিনাকে শুভেচ্ছা জানানোর জন্য 'গোল ফর গ্লোরি, লাভলিনা' নামে ক্যাম্পেন বা প্রচার শুরু করলেন তিনি। আর তা শুরু হল নজিরবিহীনভাবে। পড়শি রাজ্য বাংলাতে যেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার ও বিরোধী দল বিজেপির মধ্যে জোর সংঘাতের বাতাবরণ, সেখানে রাজ্যের মুখ লাভলিনাকে উৎসাহিত করতে বিজেপি-শাসিত অসমের শাসক ও বিরোধী দল চলে এল পাশাপাশি। লাভলিনাকে শুভেচ্ছা জানাতে বেশ কিছুক্ষণ সাইকেল চালিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান হিমন্ত। তাঁর সঙ্গে বিধানসভার অধ্যক্ষ, মন্ত্রী, বিধায়কদের সঙ্গে সাইকেল চালালেন ছিলেন বিরোধী দলনেতাও। এমনকী পরে যখন এদিনের কর্মসূচির সাফল্যের কথা জানাতে হিমন্ত টুইট করেন সেখানেও ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতার প্রতি। এই সৌজন্যের বার্তা তাই এক অন্য মাত্রা যোগ করেছে এদিনের কর্মসূচি।

With a vision to support & motivate 'Assam's daughter' ace boxer @LovlinaBorgohai who is representing India at the @Tokyo2020, I launched a goodwill campaign 'Go For Glory, Lovlina' which started with a bicycle rally at #Guwahati today. 1/4 pic.twitter.com/SF6d7FIYCm

— Himanta Biswa Sarma (@himantabiswa) July 21, 2021

লাস্ট গেট থেকে শুরু হয়ে সাইকেল মিছিলটি যায় নেহরু স্টেডিয়াম অবধি। সেখানে একটি অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত করা হয় লাভলিনার পিতা টিকেন বর্গোঁহাইকে। অসমের মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, অসমের কন্যা লাভলিনার জন্য আমরা সত্যিই গর্বিত। অসমের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে তিনি অংশ নেবেন অলিম্পিকে। শিবা থাপার পর তিনিই অসমের দ্বিতীয় বক্সার যিনি অলিম্পিকে নামতে চলেছেন।

I appreciate Sarupathar MLA Sri @biswajitphukan for the noble initiative & wish Lovlina very best for her performance at the #Olympics.

Felicitated Lovlina's father Tiken Borgohain on the occasion & urged people to come together & cheer for Lovlina. 2/4 pic.twitter.com/RoBI5T0UdQ

— Himanta Biswa Sarma (@himantabiswa) July 21, 2021

দেশের জন্য তাঁর সাফল্য কামনাও করেছেন হিমন্ত। বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া বলেন, লাভলিনা অসমের গর্ব। আমি নিশ্চিত তিনি রাজ্য তথা দেশকে গর্বিত করবেন। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন ডেপুটি স্পিকার নুমাল মোমিন, মন্ত্রী বিমল বোরা, অতুল বোরা, উরখাও গ্বারা ব্রহ্ম, পীযূষ হাজারিকা, সঞ্জয় কিষাণ, যোগেন মোহন। ২৩ বছরের লাভলিনা নামবেন ৬৯ কেজি বিভাগে।

Hon Speaker, ALA, @BiswajitDaimar5 & Hon Dy Speaker @DrNumal; Hon Mins @ATULBORA2, UG Brahma, @Pijush_hazarika, @BimalBorahbjp, @sanjoykishan1, Opposition leader @DsaikiaOfficial; CEM KAAC @TuliramRonghang & several MLAs were present.

My gratitude to all for joining us 🙏 4/4

— Himanta Biswa Sarma (@himantabiswa) July 21, 2021

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Assam Chief Minister Himanta Biswa Sarma, Assembly Speaker Biswajit Daimary And Leader Of Opposition Debabrata Saikia Pedalled Bicycles To Wishing Lovlina Borgohain. Lovlina Is The Only Competitor From Assam In Tokyo Olympics.