বাড়ল দৈনিক মৃত্যু
ফের বাড়ছে রাজ্যে করোনা ভাইরাসের দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরােস মারা গিয়েছেন ৩,৯৯৪ জন। দেশে দৈনিক মৃত্যুর বৃদ্ধি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। দেশে মোট করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,১৮,৪৮০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২,০১৫ জন। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,০৩,৯০,৬৮৭ জন।
কী বলছে সেরো সার্ভে
আইসিএম আরের পক্ষ সেরো সার্ভে করা হয়েছিল। তাতে বলা হয়েছে ৬৭ শতাংশ মানুষের শরীরে করোনা অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু ৪০ শতাংশ মানুষের শরীরে এখনও করোনা অ্যান্টিবডি তৈরি হয়নি। েসটা এখনও আশঙ্কা জনক জায়গায় রয়েছে। কাজেই করোনার থার্ড ওয়েভে এখনও সংক্রমণের ঝুঁকি রয়ে যাচ্ছে।
শিশুরা অনেকটা নিরাপদে
সেরো সার্ভে বলছে দেশে শিশুরা অনেকটাই নিরাপদে রয়েছে। তাঁদের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ তেমন প্রভাব ফেলতে পারছে না। কাজেই স্কুল খুলে দিতে কোনও সমস্যা নেই। অনায়াসেই স্কুল খোলা যায়। কারণ শিশুদের করোনা সংক্রমণ তেমন প্রভাব বিস্তার করছে না। আইসিএমআরের পক্ষ থেকে এমনই পরামর্শ দেওয়া হয়েছে।
বার্ড ফ্লয়ে মৃত্যু
করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই বার্ড ফ্লুয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে দেশে। গতকাল দিল্লির এইমস হাসপাতালে ১১ বছরের এক বালকের মৃত্যু হয়েছে বার্ড ফ্লুয়ের সংক্রমণে। ভারতের বেশ কয়েকটি রাজ্যে বার্ড ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হিমাচল প্রদেশে বার্ড ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়েছে।