একুশের মঞ্চ থেকে ব্রিগেড সমাবেশের ডাক মমতার, সোনিয়া-পাওয়াররাও কি থাকবেন

মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহিদ দিবসে বিজয়োৎসব করা হবে বলে ঘোষণা করেছিলেন বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরাট জয় হাসিলের পর। কিন্ত করোনার সেকেন্ড ওয়েভে তৃণমূলের সেই ইচ্ছাপূরণ হয়নি। এবার ব্রিগেড সমাবেশের ডাক দিয়ে একুশের বিজয়-উৎসবের বার্তা দিলেন মমতা।

মোদী-বিরোধী মুখের প্রচারে জোড়া ফায়দা তুলতে চান মমতা! নেপথ্যে পিকের মস্তিষ্ক মোদী-বিরোধী মুখের প্রচারে জোড়া ফায়দা তুলতে চান মমতা! নেপথ্যে পিকের মস্তিষ্ক

২৪-এর ভোটের আগে ব্রিগেড সমাবেশের ডাক

মমতা আবার চান, সেই বিজয়-উৎসবকে সোনিয়া-শারদদের নিয়ে ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে বদলে দিতে। ২৪-এর ভোটে জোট তৈরির সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে একুশের মঞ্চেই। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন ব্রিগেড সমাবেশের। যদিও এই ব্রিগেড সমাবেশ অনিশ্চয়তার মোড়কে বাঁধা।

বিজেপি বিরোধী ফ্রন্ট তৈরির ডাক দিয়েছেন মমতা

একুশে জুলাইয়ের ভাষণে বিজেপি বিরোধী ফ্রন্ট তৈরির ডাক দিয়েছেন মমতা। তিনি বলেন ঐক্যবদ্ধ হওয়ায় সময় এসেছে। দিল্লি দখলের লক্ষ্যে এখন থেকেই এক হয়ে লড়তে হবে। গড়ে তুলতে হবে ইউনাইটেড ইন্ডিয়া। সে জন্য তিনি নিজে বৈঠকে থাকার কথাও জানিয়েছেন শারদ পাওয়ার, সোনিয়া গান্ধীদের জোটের আহ্বান জানিয়ে।

ব্রিগেড সমাবেশ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কালীঘাট থেকে একুশে জুলাইয়ের ভার্চুয়াল ভাষণে মমতা বলেন, করোনার প্রকোপ যদি কমে যায় আসন্ন নভেম্বরে আমরা ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে একটা সমাবেশ করব। সেই সমাবেশে সোনিয়া গান্ধী, শারদ পাওয়ার-সহ সমস্ত বিরোধী দলের নেতৃত্বকে হাজির হওয়ার অনুরোধ জানাব। আমরা ইউনাইডেট ফ্রন্ট গড়ে তুলব ওই সমাবেশ থেকে।

বিজয়োৎসবের মঞ্চ থেকে পথ চলা শুরু হবে ২৪-এর জোটের

মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই বিজয় উৎসব করতে চেয়েছিলেন। কিন্তু বাংলায় বিজেপির বিরুদ্ধে বিরাট জয় পাওয়ার পরও করোনা পরিস্থিতিতে তা সম্ভব না হওয়ায় ব্রিগেডে বিজয়োৎসবের ঘোষণা করলেন মমতা। সেখান থেকেই পথ চলা শুরু হবে ২৪-এর জোটের। সেই ঘোষণাও করে দিলেন তৃণমূল সুপ্রিমো।

জোটের সলতে পাকানো শুরু, ঐক্যের বার্তা মমতার

মমতা বলেন, আর মাত্র আড়াই বছর বাকি ২০২৪ লোকসভা নির্বাচনের। তাই কালবিলম্ব না করে এখন থেকেই জোট বাঁধতে হবে। জোট বেঁধে রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। তিনি এদিন স্লোগান তোলেন রাজ্যে রাজ্যে খেলা হবে। একটা ছোট খেলা হয়েছে বাংলায়। সেখানে গোহারা হয়েছে বিজেপি। এবার জোট গড়ে বিজেপিকে ধরাশায়ী করে তুলতে হবে।

সোনিয়া-শারদদের জোট-বৈঠকের প্রস্তাব মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন সামনের সপ্তাহে। ২৬, ২৭, ২৮- এই তিন দিনের মধ্যে একটা জোট বৈঠক হলে তিনি উপস্থিত থাকবেন বলে প্রস্তাব দেন মমতা। তিনি একুশের ভার্চুয়াল মঞ্চে শারদ পাওয়ার, পি চিদম্বরমদের নাম করে জোট বৈঠক আয়োজন করার বার্তা দেন। তিনি বলেন, আমরা এখন থেকেই শুরু করতে পারি, তাহলে বিজেপিকে হারানো সম্ভব।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Mamata Banerjee calls Brigade rally to build United India with Sonia Gandhi, Sharad Pawar and others opponent. She wants to get importance as opponent leader in Delhi politics,
Story first published: Wednesday, July 21, 2021, 19:13 [IST]