সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারকে আরও শক্তিশালী করবে
শুধু তাই নয়, এই মিসাইল ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারকে আরও শক্তিশালী করবে বলে দাবি সামরিক বিশেষজ্ঞদের। জানা যাচ্ছে, ম্যান পোর্টেবল লঞ্চার থেকে এই মিসাইল ছোঁড়া হয়েছে। ডিআরডিও তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে এই মিসাইল সাফল্যের পাশ করেছে। এর আগে যুদ্ধবিমান থেকে এই মিসাইল ছোঁড়া হয়। বহুদুরে থাকা কল্পিত শত্রুর ঘাঁটিকে সেই সময় মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় এই মিসাইল।
মিসাইল ছোঁড়া হয় এক ধরনের ট্রাইপোডের সাহায্যে
মিন্টে প্রকাশিত খবর অনুযায়ী, man-portable এই মিসাইল ছোঁড়া হয় এক ধরনের ট্রাইপোডের সাহায্যে। যার সর্বোচ্চ রেঞ্জ বেঁধে দেওয়া হয় ২.৫ কিলোমিটার। শুধু তাই নয়, এর ওয়েট ১৫ কেজিরও কম।
ড্রোন হামলা ঠেকাতে অ্যান্টি ড্রোন সিস্টেম নিয়েও ভাবনা চিন্তা শুরু
অন্যদিকে প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশ সাবলম্বি হচ্ছে ভারত। দেশীয় প্রযুক্তিতে একের পর এক সামরিক অস্ত্র বানিয়ে যাচ্ছে ভারত। তালিকাতে অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল যেমন রয়েছে তেমন আরও আধুনিক সমরাস্ত্র তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই আকাশ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ডিআরডিও। আর এর মধ্যেই নতুন করে আরও আধুনিক মিসাইলের পরীক্ষা চালাল ভারত। উল্লেখ্য, এই মুহূর্তে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ড্রোন হামলা ঠেকানো। কারণ পাকিস্তানের ওপারে বসে থেকে একের পর এক সামরিক ঘাঁটিকে টার্গেট করছে জঙ্গিরা। এই অবস্থায় ড্রোন হামলা ঠেকাতে অ্যান্টি ড্রোন সিস্টেম নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে। ভারতীয় বায়ুসেনার তরফে একাধিক দেশীয় সগস্থার সগেও কথা বার্তা চালানো হচ্ছে।