চিন-পাকিস্তানের বুকে ভয় ধরিয়ে আরও শক্তিশালী ভার‍ত! Anti-Tank Guided Missile-এর সফল পরীক্ষা

আরও শক্তিশালী ভারত। শত্রুপক্ষের বুকে আতঙ্ক ধরিয়ে আরও অত্যাধুনিক গাইডেড মিসাইলের পরীক্ষা করল ভারত। আজ বুধবার সামরিক এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা অর্থাৎ ডিআরডিও এই মিসাইলের পরীক্ষা করে। জানা গিয়েছে, একেবারে নির্দিষ্ট ভাবে কল্পিত শত্রুর উপর আঘাত হেনেছে এই মিসাইল।

এই মিসাইল Man-Portable Anti-Tank Guided Missile (MPATGM) অর্থাৎ এই মিসাইল এতটাই হালকা যেকেউ অনায়াসে এই মিসাইল ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই মিসাইল। আত্মনির্ভর ভারতের একটি উদাহারন হতে পারে এই মিসাইল।

সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারকে আরও শক্তিশালী করবে

শুধু তাই নয়, এই মিসাইল ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারকে আরও শক্তিশালী করবে বলে দাবি সামরিক বিশেষজ্ঞদের। জানা যাচ্ছে, ম্যান পোর্টেবল লঞ্চার থেকে এই মিসাইল ছোঁড়া হয়েছে। ডিআরডিও তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে এই মিসাইল সাফল্যের পাশ করেছে। এর আগে যুদ্ধবিমান থেকে এই মিসাইল ছোঁড়া হয়। বহুদুরে থাকা কল্পিত শত্রুর ঘাঁটিকে সেই সময় মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় এই মিসাইল।

মিসাইল ছোঁড়া হয় এক ধরনের ট্রাইপোডের সাহায্যে

মিন্টে প্রকাশিত খবর অনুযায়ী, man-portable এই মিসাইল ছোঁড়া হয় এক ধরনের ট্রাইপোডের সাহায্যে। যার সর্বোচ্চ রেঞ্জ বেঁধে দেওয়া হয় ২.৫ কিলোমিটার। শুধু তাই নয়, এর ওয়েট ১৫ কেজিরও কম।

ড্রোন হামলা ঠেকাতে অ্যান্টি ড্রোন সিস্টেম নিয়েও ভাবনা চিন্তা শুরু

অন্যদিকে প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশ সাবলম্বি হচ্ছে ভারত। দেশীয় প্রযুক্তিতে একের পর এক সামরিক অস্ত্র বানিয়ে যাচ্ছে ভারত। তালিকাতে অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল যেমন রয়েছে তেমন আরও আধুনিক সমরাস্ত্র তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই আকাশ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ডিআরডিও। আর এর মধ্যেই নতুন করে আরও আধুনিক মিসাইলের পরীক্ষা চালাল ভারত। উল্লেখ্য, এই মুহূর্তে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ড্রোন হামলা ঠেকানো। কারণ পাকিস্তানের ওপারে বসে থেকে একের পর এক সামরিক ঘাঁটিকে টার্গেট করছে জঙ্গিরা। এই অবস্থায় ড্রোন হামলা ঠেকাতে অ্যান্টি ড্রোন সিস্টেম নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে। ভারতীয় বায়ুসেনার তরফে একাধিক দেশীয় সগস্থার সগেও কথা বার্তা চালানো হচ্ছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More MISSILE News  

Read more about:
English summary
man portable anti tank guided missile successfully test fired by drdo