সার্বিক সংক্রমণের হার
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬,৯৭৭ জন। এই নিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৩,৯০,৬৮৭ জন। ভারতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,১২,১৬,৩৩৭ জন, যার মধ্যে ৪,০৭,১৭০ টি সক্রিয় কেস। দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪,১৮,৪৮০। তবে গত একমাস ধরে সার্বিক সংক্রমণের হার তিন শতাংশের নীচে। বুধবার সেই হার ছিল ২.২৭ শতাংশ।
টিকাকরণে জোর
করোনার তৃতীয় ওয়েভ দোরগোড়ায়। তাই টিকাকরণের ওপর জোর দিয়েছে কেন্দ্র। দেশে মোট ৪১,৫৪,৭২,৪৫৫ জন মানুষ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন বলে জানিয়েছে মন্ত্রক। প্রসঙ্গত, গত বছরের ৭ অগাস্ট করোনা সংক্রমণ ২০ লক্ষের গণ্ডি অতিক্রম করে, ২৩ অগাস্ট ৩০ লক্ষ, ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ সংক্রমণ অতিক্রম করে বলে জানা গিয়েছে। তবে এখানেই শেষ নয়, ৬০ লক্ষ ২৮ সেপ্টেম্বর, ১১ অক্টোবর ৭০ লক্ষ, ২৯ অক্টোবর ৮০ লক্ষ, ২০ নভেম্বর ৯০ লক্ষ এবং গত বছরের ডিসেম্বরের মধ্যে তা এক কোচি অতিক্রম করে নেয়।
আমেরিকায় কমেছে করোনা মৃত্যু
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন জানিয়েছেন যে টিকাকরণ কর্মসূচির কারণে দেশে নাটকীয়ভাবে কমে গিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত মৃত্যু, কিন্তু তাও ডেল্টা ভ্যারিয়ান্ট করোনা ভাইরাস নিয়ে দেশকে সজাগ থাকতে হবে। দেশবাসীর টিকাকরণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘ভার্চুয়ালি সব কোভিড মৃত্যু ও হাসপাতালে ভর্তি হয়েছেন যাঁরা, তাঁরা সকলেই টিকাকরণের বাইরে ছিলেন।'
উদ্বেগ বাড়ছে ডেল্টা ভ্যারিয়ান্ট নিয়ে
উচ্চ তীব্র সংক্রমণযুক্ত ডেল্টা ভ্যারিয়ান্ট, যা বি.১.৬১৭.২ নামে পরিচিত, এটি প্রথম ভারতে সনাক্ত হয় গত বছরের ডিসেম্বরে এবং তা দ্রুত গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। আমেরিকার কিছু অংশে এই ডেল্টা স্ট্রেইনের জন্য নতুন করে ৮০ শতাংশ মানুষ সংক্রমিত হয়েছে, এছাড়াও মিসৌরি, কানসাস ও লোয়ার মতো কিছু মধ্য পাশ্চাত্যের দেশেও এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। এই মাসের গোড়ার দিকে সিডিসি জানিয়েছিল যে ৫১ জনের নমুনায় এই ডেল্টা ভ্যারিয়ান্ট পাওয়া গিয়েছে। আমেরিকায় এই নতুন ভ্যারিয়ান্টে আক্রান্ত ৭ শতাংশ।
আমেরিকায় ছড়াচ্ছে ডেল্টা সংক্রমণ
বিশেষজ্ঞদের অনুমান আসন্ন সপ্তাহগুলিতে দেশে ডেল্টা ভ্যারিয়ান্ট তীব্র সংক্রমণ ছড়াতে পারে। প্রাপ্তবয়স্ক ও শিশুদের মধ্যে এই ডেল্টা সংক্রমণ যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে আমেরিকার স্থানীয় স্বাস্থ্য অধিকর্তাদের। বিডেন যদিও জানিয়েছেন যে আমেরিকা শুধু নিজে টিকাকরণ করায়নি বিশ্বকেও সাহায্য করেছে।
এক লাফে ৩ হাজার ছাড়াল দেশের দৈনিক মৃত্যু, কোন সংকেত দিচ্ছে করোনা গ্রাফ