রাত পোহালেই ২২ জুলাই দিল্লিতে কৃষক আন্দোলনে নতুন মোড়, বাহিনী নিয়ে প্রস্তুত পুলিশ

রাত পোহালেই কৃষক আন্দোলন ঘিরে রীতিমতো পারদ চড়ার আশঙ্কায় গোটা দিল্লি। এদিনই ডিডিএমএ দিল্লির জন্তরমন্তরে সংযুক্ত কিষাণ মোর্চাকে ধরনা আন্দোলনের অনুমতি দিয়েছে। ফলে রাত পোহালেই দিল্লির বুকে কৃষকদের আন্দোলন নতুন পথে মোড় নেওয়ার কথা। এর পরবর্তী পর্যায়ে দিল্লির বুকে কী কী ঘটছে দেখা যাক।

২০০ জন প্রতিবাদী একযোগে!

একদিকে দিল্লির বুকেযখন সংসদে চলবে বাদল অধিবশন, তখন যন্তর মন্তরে তিনটি কৃষি আইনের প্রতিবাদে ফের একবার নতুন করে বসবেন কৃষক নেতারা। প্রায় ২০০ জন প্রতিবাদী দিল্লির বুকে ধরনায় বসবে বলে খবর। দিল্লিতে একদিকে করোনায় আক্রান্ত যখন কমতির দিকে তখন এই প্রতিবাদ আন্দোলন নিয়ে উঠছে বহু বিতর্ক। তবে নিজেদের লক্ষ্যে অটুট কৃষক সংগঠনগুলি।

কীভাবে মোড় নিচ্ছে নয়া কৃষক আন্দোলন?

জানা গিয়েছে ২২ জুলাই থেকে দিল্লিতে শুরু হওয়া নয়া কিষাণ আন্দোলনে প্রতিদিন একজন করে স্পিকার ও ডেপুটি স্পিকার থাকবেন। তাঁরাই গোষ্ঠীর তরফে মিডিয়াকে নিজেদের অবস্থান জানাবেন।

কোভিড বিধি মেনে আন্দোলন

প্রসঙ্গত, কোভিড বিধি মনে জন্তর মন্তরের বুকে এই ধরনা আন্দোলন চালাতে হবে বলে জানিয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। এদিকে, জানা গিয়েছে, কালই সংসদ অভিযানের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। আ সেদিক থেকে সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে দিল্লি পুলিশ।

৩০০০ প্যারামিলিটারি ফোর্স ময়দানে

এদিকে, জানা গিয়েছে, দিল্লির বুকে যেকোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত দিল্লি পুলিশ। ইতিমধ্যেই তারা ৩ হাজার প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করেছে। প্রজাতন্ত্র দিবসের ঘটনার পর কৃষক আন্দোলন ঘিরে জল কামান থেকে শুরু করে দাঙ্গা দমনকারী ফোর্স নিয়ে তৈরি দিল্লি পুলিশ।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More FARMER News  

Read more about:
English summary
From July 22 Farmers get permission to hold protest, Police gets Ready