২০০ জন প্রতিবাদী একযোগে!
একদিকে দিল্লির বুকেযখন সংসদে চলবে বাদল অধিবশন, তখন যন্তর মন্তরে তিনটি কৃষি আইনের প্রতিবাদে ফের একবার নতুন করে বসবেন কৃষক নেতারা। প্রায় ২০০ জন প্রতিবাদী দিল্লির বুকে ধরনায় বসবে বলে খবর। দিল্লিতে একদিকে করোনায় আক্রান্ত যখন কমতির দিকে তখন এই প্রতিবাদ আন্দোলন নিয়ে উঠছে বহু বিতর্ক। তবে নিজেদের লক্ষ্যে অটুট কৃষক সংগঠনগুলি।
কীভাবে মোড় নিচ্ছে নয়া কৃষক আন্দোলন?
জানা গিয়েছে ২২ জুলাই থেকে দিল্লিতে শুরু হওয়া নয়া কিষাণ আন্দোলনে প্রতিদিন একজন করে স্পিকার ও ডেপুটি স্পিকার থাকবেন। তাঁরাই গোষ্ঠীর তরফে মিডিয়াকে নিজেদের অবস্থান জানাবেন।
কোভিড বিধি মেনে আন্দোলন
প্রসঙ্গত, কোভিড বিধি মনে জন্তর মন্তরের বুকে এই ধরনা আন্দোলন চালাতে হবে বলে জানিয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। এদিকে, জানা গিয়েছে, কালই সংসদ অভিযানের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। আ সেদিক থেকে সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে দিল্লি পুলিশ।
৩০০০ প্যারামিলিটারি ফোর্স ময়দানে
এদিকে, জানা গিয়েছে, দিল্লির বুকে যেকোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত দিল্লি পুলিশ। ইতিমধ্যেই তারা ৩ হাজার প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করেছে। প্রজাতন্ত্র দিবসের ঘটনার পর কৃষক আন্দোলন ঘিরে জল কামান থেকে শুরু করে দাঙ্গা দমনকারী ফোর্স নিয়ে তৈরি দিল্লি পুলিশ।