জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহীন উত্তরবঙ্গ, চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং-উত্তর ২৪ পরগনা

রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ৮০০ নিচে দুদিন থাকার পরে ফের তা অনেকটাই বাড়ল। এদিন ফের উত্তর ২৪ পরগনা সংক্রমণে সবকটি জেলাকে ছাপিয়ে গিয়েছেন। তারপরেই রয়েছে দার্জিলিং ও হুগলি। বিশেষজ্ঞরা বলছেন, কিছু মানুষের অসতর্কতার ফল ভুগতে হচ্ছে বাকিদের।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

বুধবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৬৯। আগের দিনের থেকে সংখ্যাটা অনেকটাই বেশি। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৭৫২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬৮(৬০)। উত্তর ২৪ পরগনায় ৯১ (৮২) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯৫৯ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৫৪৫।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,০৯, ৮৩৮। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৪, ০৪৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮৩৩ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ২০ কম।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,১৮, ২৪৬ জন। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১২, ৩৮০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩২১ জন। গত দিনের থেকে সংখ্যাটা ১৬ কম। জেলাগুলির মধ্যে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনায়(৯১)।

চিন্তায় রেখেছে দার্জিলিং

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা (৯১)। তারপরেই দার্জিলিং (৭৫) আর তিন নম্বরে হুগলি (৭০) । দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫৮৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪, ১১৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৭ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৭ (১৬), কোচবিহারে ৪৪ (৪৮) , দার্জিলিং ৭৫ (৭৯), কালিম্পং ১৫ (১৬) , জলপাইগুড়ি ৩৫ (৬১), উত্তর দিনাজপুরে ১২ (৪), দক্ষিণ দিনাজপুরে ১২ (১২), মালদহ ৭ (৬), মুর্শিদাবাদ ৬ (২), নদিয়া ৫৬ (৩৫), বীরভূম ৪ (৯), পুরুলিয়া ১০ (২), বাঁকুড়ায় ৪৮ (৪৬), ঝাড়গ্রাম ৩৩ (৪৪), পশ্চিম মেদিনীপুর ৪৪ (৩৯), পূর্ব মেদিনীপুর ৬১ (৪২), পূর্ব বর্ধমান ৪০ (২৮), পশ্চিম বর্ধমান ১৪ (১৯), হাওড়া ৫৭ (২৫), হুগলিতে ৭০ (২৮), উত্তর ২৪ পরগনায় ৯১ (৮২), দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ ( ৪৫) জন আক্রান্ত হয়েছেন।

১৮ জেলায় এদিন কোনও মৃত্যুর খবর নেই

এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ২ জনের আক্রান্তের মৃত্যু হয়েছে নদিয়ায়। এছাড়া কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলিতে একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus infection statistics in West Bengal districts on 21 July
Story first published: Wednesday, July 21, 2021, 19:36 [IST]