মমতার নেতৃত্বকেই মান্যতা! দিল্লিতে বিরোধী ঐক্যে গাঁটছড়া ‘একুশে জুলাই’য়ের মঞ্চ থেকে

বিজেপিকে একা হাতে পর্যুদস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী-শাহসহ ফুল বিজেপির টিম ধরাশায়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২৪-এ বিজেপি বিরোধী ঐক্যের নেতৃত্বে চাইছে অনেক দল। একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশকে কেন্দ্র করে দিল্লিতে বুধবার যে ছবি ফুটে উঠল তাতে মমতার নেতৃত্বকে মান্যতা দিল বিরোধী প্রায় সমস্ত দল।

মুকুলকে পাশে নিয়ে শহিদ স্মরণ, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে জাতীয় রাজনীতি নিয়ে ইঙ্গিত পূর্ণ বার্তা মমতারমুকুলকে পাশে নিয়ে শহিদ স্মরণ, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে জাতীয় রাজনীতি নিয়ে ইঙ্গিত পূর্ণ বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের ভাষণ কংগ্রেসও হাজির

তৃণমূল কংগ্রেস এবার দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে ২১ জুলাই পালন করছে। জায়েন্ট স্ক্রিন করে ভিনরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার বন্দোবস্ত করা হয়েছিল। তারমধ্যে দিল্লিতে এক ঐক্যের ছবি ফুটে উঠল। মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের ভাষণ শুনতে কংগ্রেসও হাজির হল। হাজির অন্য বিরোধী দলের নেতা-নেত্রীরাও।

কংগ্রেস, এনসিপি-সহ বিজেপি বিরোধী বহু দল এক মঞ্চে

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে দিল্লিতে এক মঞ্চে এসেছে কংগ্রেস, এনসিপি-সহ বিজেপি বিরোধী বহু দল। কংগ্রেসের পি চিদম্বরম, দিগ্বিজয় সিং থেকে শুরু করে এনসিপির শারদ পাওয়ার উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন সমাজবাদী পার্টি, টিআরএস, শিবসেনা, ডিএমকে, অকালি দলের নেতৃবৃন্দ। জয়া বচ্চন, রামগোপাল যাদব, ত্রিরুচি শিবা, কেশব রাও, সঞ্জয় সিং, মনোজ ঝা, প্রিয়াঙ্কা চতুর্বেদী, বলবিন্দর সিং ভাণ্ডারি প্রমুখ উপস্থিত ছিলেন।

মমতার নেতৃত্বে বিরোধীদের সঙ্ঘবদ্ধ করার প্রক্রিয়া শুরু

বিজেপি বিরোধী যে সব দল যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের ভাষণ শোনার মঞ্চে, তারা যে মমতাকে মান্যতা দিচ্ছেন, তা স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মোদী-শাহের বিরুদ্ধে ২০২৪-এ লড়াই করতে তারা প্রস্তুত। একুশের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন মোদী-শাহদের হারানো যায়। মমতার নেতৃত্বে তাই বিরোধীদের সঙ্ঘবদ্ধ করার প্রক্রিয়া শুরু হল ২১ জুলাই থেকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের ইউনাইটেড ইন্ডিয়া গড়ে তোলার ডাক

এদিন একুশে জুলাইয়ের মঞ্চে প্রশান্ত কিশোরও হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। এর আগে তিনি শারদ পাওয়ার ও কংগ্রেসের সঙ্গে বারবার বৈঠক করছেন বিরোধীদের সঙ্ঘবদ্ধ করতে। সেই শারদ পাওয়ার ও কংগ্রেসের পি চিদম্বরম এসেছেন মমতার ডাকা মঞ্চে। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের ইউনাইটেড ইন্ডিয়া গড়ে তোলার ডাক দিয়েছেন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Mamata Banerjee gets importance as opponent leader in Delhi politics by Congress NCP and others
Story first published: Wednesday, July 21, 2021, 15:13 [IST]