পুরনো তথ্য ঘেঁটে মহারাষ্ট্রে একদিনে বাড়ল ৩,৫০৯টি করোনা মৃত্যু, বৃদ্ধি পেল দেশে মৃতের সংখ্যা

পুরনো তথ্য যাচাই করে মহারাষ্ট্রে নতুন করে ৩,৫০৯টি মৃত্যুর হদিশ পাওয়া গিয়েছে, যার ফলে লাফ দিয়ে বেড়েছে ২,৪৭৯টি পজিটিভ কেসও। ১৪তম পুরনো তথ্য অনুশীলনের পর ভারতে এই নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪,১৮,৪৮০।

'অক্সিজেনের জন্য কেউ মারা যাননি', ছত্তিসগড়ের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিড়ম্বনায় কংগ্রেস 'অক্সিজেনের জন্য কেউ মারা যাননি', ছত্তিসগড়ের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিড়ম্বনায় কংগ্রেস

নতুন করে করোনায় আক্রান্ত

মঙ্গলবার মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাদের স্বাস্থ্য বুলেটিনেই এই নতুন কোভিড-১৯ সংখ্যা বৃদ্ধির কথা জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬,৯১০ জন এবং গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট মৃতের সংখ্যা ৩,৬৫৬টি। রাজ্যে বর্তমানে মৃত্যুর হার দাঁড়িয়ে রয়েছে ২.‌০৯ শতাংশে এবং মহারাষ্ট্রে সক্রিয় করোনা কেসের সংখ্যা ৯৪,৫৯৩ টি।

মহারাষ্ট্রে টিকাকরণ

এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ৪ কোটির বেশি ভ্যাকসিন ব্যবহার হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ৪,২,৪০০,৭০১ জনকে রাজ্যে টিকাকরণ করানো হয়েছে। প্রসঙ্গত, আটটি রাজ্যের মধ্যে মহারাষ্ট্র একটি রাজ্য যেখানে দশ হাজারের বেশি কোভিড কেস রয়েছে। বর্তমানে মাত্র পাঁচটি রাজ্যে পজিটিভ হার ১০ শতাংশের বেশি রয়েছে।

দেশের করোনা বোঝায় মহারাষ্ট্রের অবদান

মহারাষ্ট্রে কোভিড-১৯-এর তথ্য পুর্নবিবেচনার পর ভারতে মোট করোনা কেসের বোঝা দাঁড়িয়েছে ৩,১২,১৬,৩৩৭টি এবং মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৪,১৮,৪৮০। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩,৯৯৮ জনের। এর ঠিক একদিন আগেই দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রান্ত ১,৫৭৬ জনের মৃত্যু হয়েছিল।

সর্বোচ্চ কেস ও মৃত্যুর বিচারে এগিয়ে যে রাজ্য

পাঁচটি শীর্ষ রাজ্য সর্বোচ্চ করোনা কেস বহন করছে। যার মধ্যে প্রথম কেরল ১৬,৮৪৮, এরপর মহারাষ্ট্রে ৯,৩৮৯ টি কেস, অন্ধ্রপ্রদেশে ২,৪৯৮টি কেস, ওড়িশায় ২,০৮৫টি কেস এবং তামিলনাড়ুতে ১,৯০৪টি কেস। এছাড়াও কোভিডে সর্বাধিক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে ৩,৬৫৬টি, এরপর রয়েছে কেরল যেখানে মৃতের সংখ্যা ১০৪। এমনিতে মহারাষ্ট্রের পরিস্থিতি খুব একটা খারাপ কিছু নয়। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল সাড়ে তিন শতাংশে। এমন কি মুম্বইয়েও সংক্রমণ কমছে। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে আক্রান্ত হয়েছেন মাত্র ৩৫১ জন, যা গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর সব থেকে কম।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More MAHARASHTRA News  

Read more about:
English summary
Maharashtra has added 3,509 deaths by revising old data