ভিলেজে নেই বার্টি
টোকিও অলিম্পিকে অংশ নিতে পৌঁছে গিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যাশলে বার্টি। এ বছর তিনি উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন। টোকিওতে নামবেন সোনা জয়ের লক্ষ্যেই। কিন্তু তিনি গেমস ভিলেজে থাকছেন না। অস্ট্রেলিয়ার শেফ দ্য মিশন ইয়ান চেস্টারম্যান এই খবরের সত্যতা স্বীকার করে বুঝিয়ে দিয়েছেন, করোনা সংক্রমণের আতঙ্কেই তিনি গেমস ভিলেজে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু চেস্টারম্যান এটাও জানিয়েছেন, করোনা সংক্রমণের ভয়ে কোনও দেশের অ্যাথলিটদের এড়িয়ে চলার কোনও নির্দেশ অস্ট্রেলিয়ার তরফে সে দেশের ক্রীড়াবিদ, কোচ বা সাপোর্ট স্টাফকে দেওয়া হয়নি।
করোনার থাবা চওড়া
গেমসের সঙ্গে যুক্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭। মোট পাঁচজন অ্যাথলিট করোনা আক্রান্ত হয়েছেন। একজন গেমস ভিলেজের বাইরে থাকা অবস্থায় করোনা পজিটিভ হয়েছেন। এক স্বেচ্ছাসেবকও করোনা আক্রান্ত হয়েছেন। অলিম্পিকে গেমস ভলান্টিয়ারদের ভূমিকা অনস্বীকার্য। যে ভলান্টিয়ারের করোনা ধরা পড়েছে তিনি ইওয়াতে প্রশাসনিক অঞ্চলে ছিলেন। আরও সাত কনট্রাক্টরের আজ করোনা ধরা পড়ায় আক্রান্ত কনট্রাক্টরের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬।
নিরাপদ আয়োজনের আশ্বাস
অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের দুই দিন আগেই অবশ্য শুরু হয়ে যাচ্ছে সফটবল ও মহিলাদের ফুটবলের ইভেন্ট। আগামীকাল থেকে এই দুই ইভেন্ট শুরু। জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখকে আশ্বস্ত করে বলেছেন, করোনা পরিস্থিতিতে বিশ্ব যে কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে সেখানে অলিম্পিক নিরাপদ ও সুরক্ষিতভাবে আয়োজন করে সদর্থক বার্তা দেবে জাপান। জাপানের নাগরিকদের স্বার্থ ও সুরক্ষা অটুট রেখেই সফলভাবে আয়োজিত হবে অলিম্পিক। টোকিওতে অলিম্পিক ও প্যারালিম্পিকের জন্য ১.৭ বিলিয়ন ডলার আয়োজকদের দিয়েছে আইওএ। বিশ্বজুড়ে সম্প্রচার থেকেই আয় হবে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। ২০৬টি জাতীয় দল ও অলিম্পিক স্পোর্টসের সংস্থাগুলির মধ্যে লভ্যাংশ ভাগ করে দেওয়া হয়। থমাস বাখের আশা, বিশ্বের কোটি কোটি মানুষ অলিম্পিক দেখবেন এবং যেভাবে তা আয়োজন করা হচ্ছে তার তারিফ করবেন।