পরিচয়পত্র দেখাতে হবে না, স্পেশাল ট্রেনে সফর নিয়ে নতুন কী ছাড় ঘোষণা করল রেল জেনে নিন

লোকাল ট্রেন না চালানো হলেও স্পেশাল ট্রেনে চড়ার ক্ষেত্রে বেশ কিছু ছাড় ঘোষণা করল পূর্ব রেল। এবার থেকে পরিচয় পত্র না দেখালেও চলবে। রোজ টিকিট কেটেই ট্রেনে উঠতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। শিয়ালদহ শাখাতে প্রাথমিক ভাবে এই নিয়মে রাশ আলগা করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে তারপর অন্যান্য শাখাতেও নিয়ম শিথিল করা হবে বলে পূর্বরেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

লোকাল ট্রেন বন্ধ

একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। কেবল মাত্র রাত ৯টা থেকে ভোট ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে লোকাল ট্রেন পরিষেবা চালু রাখা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এখনও লোকাল ট্রেন পরিষেবা চালু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কাজেই এখনই লোকাল ট্রেন পরিষেবা চালু করা যাবে না।

চলছে স্পেশাল ট্রেন

লোকাল ট্রেন না চললেও স্পেশাল ট্রেন পরিষেবা চালু রাখা হয়েছে। তাতে কেবল মাত্র রেলের কর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ওঠার অনুমতি রয়েছে। ব্যাঙ্কের লোকেরাও এখন ট্রেনে উঠতে পারছেন। কিন্তু তাঁদের ট্রেনে ওঠার আগে সচিত্র পরিচয় পত্র দেখাতে হচ্ছে।

নিয়মে ছাড়

করোনার সেকেন্ড ওয়েভ এখন অনেকটাই কমে গিয়েছে। এবার তাই স্পেশাল ট্রেনের ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। লোকাল ট্রেন চালু করা না হলেও স্পেশাল ট্রেনে এবার থেকে দৈনিক টিকিট কেটেই উঠতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। সচিত্র পরিচয় পত্র আর তাঁদের দেখাতে হবে না। এতদিন সচিত্র পরিচয় পত্র দেখিয়ে মান্থলি কেটে তবেই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ট্রেনে উঠতে পারতেন।

চলছে মেট্রো

লোকাল ট্রেন চালু না হলেও মেট্রো পরিষেবা কিন্তু মোটের উপর স্বাভাবিক করা হয়েছে। বাড়ানো হয়েথে মেট্রো সংখ্যা। স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট কেটে উঠছেন যাত্রীরা। তার জন্য তাঁদের আর পরিচয় পত্র দেখাতে হচ্ছে না। সাধারণ যাত্রীরাও মেট্রোতে উঠতে পারছেন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More LOCAL TRAIN News  

Read more about:
English summary
No need to show identity card regular ticket available for special train in Shealdha
Story first published: Tuesday, July 20, 2021, 20:40 [IST]