'ড্রোন জিহাদ', স্বাধীনতা দিবসের আগে রাজধানীর বুকে নাশকতার ছক, জারি হল উচ্চ সতর্কতা

স্বাধীনতা দিবসে দিল্লিতে ড্রোন দিয়ে হামলা চালাতে পারে জঙ্গিরা। এমনই খবর জানিয়েছে গোয়েন্দারা। তার জেরে আগে থেকেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লিতে। ইতিমধ্যেই পুলিশকে ড্রোন জিহাদ নিয়ে সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই জম্মু বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছিল জঙ্গিরা।

স্বাধীনতা দিবসে হামলার ছক

ফের স্বাধীনতা দিবসকে টার্গেট করেছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর স্বাধীনতা দিবসের আগেই দিল্লিতে হামলা চালাতে পারে জঙ্গিরা। গোয়েন্দারা জানতে পেরছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি ড্রোন জিহাদের পরিকল্পনা নিয়েছে। স্বাধীনতা দিবসের আগে ৫ অগস্ট রয়েছে। সেদিনই কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করেছিল মোদী সরকার। তার বদলা নিতেই ড্রোন জিহাদের ছক কষছে জঙ্গিরা।

দিল্লি পুলিশের সতর্কতা

গোয়েন্দাদের সতর্কতা পাওয়ার পরেই দিল্লি পুলিশ তৎপর হয়ে উঠেছে। জঙ্গিদের নতুন অস্ত্র ড্রোন কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পুলিশকে। কারণ নিরাপত্তার কড়াকড়িতে এখন ড্রোনকেই হামলা চালানোর উপযুক্ত মাধ্যম হিসেবে বেছে নিয়েছে জঙ্গিরা।

জম্মু বিমানবন্দরে হামলা

জম্মু বিমানবন্দরে গত ২৭ জুন ড্রোন হামলা চালিয়েছে জঙ্গিরা। অপ্রত্যাশিত ছিল সেই হামলা। দুটি ড্রোনের ব্যবহার করেছিল জঙ্গিরা। এনআইএ তদন্তকারীরা জানতে পেরেছেন, জম্মু বিমানবন্দরে একাধিক ড্রোনের ব্যবহার করা হয়েছিল। একটি ড্রোন দিয়ে ছাদ ফুটো করা হয়েছিল। এবং দ্বিতীয় ড্রোনটি দিয়ে জম্মু বিমানবন্দরে বিস্ফোরক ঢালা হয়েছিল। লস্কর-ই-তৈবার জঙ্গিদের হাত ছিল বলে জানতে পেরেছে এনআইএ তদন্তকারীরা।

ড্রোন মোকাবিলায় পদক্ষেপ

জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী ড্রোন নিয়ে বিশেষ নীতি নির্ধারণের নির্দেশ দিয়েছেন। এই নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে। যত্রতত্র ড্রোনের গতিবিধি নজরে রাখতে বিশেষ জোন ভিত্তিক নির্দেশিকা জারি করা হয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More INDEPENDENCE DAY News  

Read more about:
English summary
Terrorist may use Drone to attack Delhi on Independence Day high alert issued